কলকাতা : সিপিএমের দালালরাই আজ বিজেপি, এমন অভিযোগ একাধিকবার করেছে তৃণমূল। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকেও সেই একই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এ দিন এক বিস্ফোরক দাবি করলেন তিনি। তাঁর অভিযোগ, বিজেপির তরফ থেকে সিপিএমকে টাকা দেওয়া হচ্ছে। মূলত তৃণমূলের থেকে সংখ্যালঘুদের দূরে সরাতে বিজেপি এই কাজ করছে বলে মন্তব্য করেছেন তিনি। তবে সিপিএমের পাল্টা অভিযোগ, আদতে আরএসএস আর বিজেপির টাকা পেয়েছেন মমতাই।
এ দিন তৃণমূল সুপ্রিমো বলেন, ‘সংখ্যালঘু ভাই বোনেরা মনে রাখবেন, বিজেপি সিপিএমকে টাকা দিচ্ছে। সংখ্যালঘু ছেলে মেয়েদের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে। মানে আমাদের থেকে দূরত্ব বাড়ানোর জন্য।’ সংখ্যালঘু ভোট যে এ রাজ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সে কারণেই মমতার এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
শুধু এ কথাই নয়, ইদের অনুষ্ঠানে যে মমতা রেড রোডে যান, সে বিষয়টাও এ দিন উল্লেখ করেছেন তিনি। মমতা বলেন, ‘ইদের দিনে কেন আমি রেড রোড যাই, তার জন্য ওরা আদালতে মামলা করেছিল। আমি তো ইফতারেও যাই। আমাকে আমন্ত্রণ জানালে আমি তো যাবই।’ সেই সঙ্গে তৃণমূল সুপ্রিমো সাফ জানান, যতদিন বেঁচে থাকবেন, ততদিন সবাইকে নিয়েই চলবেন তিনি। মমতা বলেন, ‘আমার কাছে কোনও ভাগাভাগি নেই।’
এই প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘মমতা, মুকুল রায়ের মাধ্যমে আরএসএস আর বিজেপির টাকা পেয়েছেন। সেই টাকা দিয়ে তৃণমূল তৈরি হয়েছে।’ সেলিমের দাবি, সংখ্যালঘু মানুষ চিনেছেন আসল বন্ধু কে। মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএসের অস্ত্র নিজের আস্তিনে লুকিয়ে রেখেছেন বলেও মন্তব্য করেন তিনি। সিপিএমের সঙ্গে যে কোনও ভাবেই বিজেপির আঁতাত নেই, তা বোজাতে সেলিম দাবি করেন, প্রথম থেকে আরএসএসের বিরোধিতা যদি কেউ করে থাকে, তাহলে সেটা সিপিএম।