Suvendu Adhikari: দেবযানীর মায়ের চিঠি নিয়ে টুইটে তোপ শুভেন্দুর, পাল্টা খোঁচা কুণালেরও

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Sep 08, 2022 | 7:38 PM

Saradha Case: পাল্টা কুণাল ঘোষ বলেন, শুভেন্দু অধিকারীর যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে দমবন্ধ পরিবেশ থেকে বেরিয়ে আসার পরিপ্রেক্ষিতে এমন কিছুর একটা অপেক্ষা তিনি করেছিলেন। যেন তিনি আশা করেছিলেন এমন একটা চিঠি আসছে।

Suvendu Adhikari: দেবযানীর মায়ের চিঠি নিয়ে টুইটে তোপ শুভেন্দুর, পাল্টা খোঁচা কুণালেরও
শুভেন্দু অধিকারীর জেলায় দায়িত্ব বাড়ল কুণাল ঘোষের।

Follow Us

কলকাতা: সারদাকাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। তাঁর মায়ের বিস্ফোরক চিঠি জমা পড়ল আদালতে। দেবযানীর মা বৃহস্পতিবারই আলিপুর আদালতের দ্বারস্থ হন। দাবি করেন, তাঁর মেয়েকে চাপ দেওয়া হচ্ছে সিআইডির তরফে। সারদাকাণ্ডে টাকা নেওয়ার ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সিপিএম নেতা সুজন চক্রবর্তীর নাম নিতে বলা হচ্ছে বলে অভিযোগ করেন দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায়। এই অভিযোগ সামনে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে টুইটারে সরব হন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সিআইডিকে মমতা-অভিষেকের রক্ষী বলে কটাক্ষ করেন তিনি। লেখেন, অপরাধকে প্রশ্রয় দিতে হচ্ছে সিআইডিকে। শুভেন্দুর দাবি, বিচারাধীন বন্দিকেও মিথ্যা বয়ান দিতে বাধ্য করা হচ্ছে বিরোধী দলনেতার নামে।

যদিও শুভেন্দুর বক্তব্যের পাল্টা কুণাল ঘোষ এদিন বলেন, “দেবযানী মুখোপাধ্যায়ের মা যে চিঠি লিখেছেন,  সিআইডি তাঁর উত্তর দিয়েছে। কিন্তু তার পরে শুভেন্দু অধিকারীর যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে দমবন্ধ পরিবেশ থেকে বেরিয়ে আসার পরিপ্রেক্ষিতে এমন কিছুর একটা অপেক্ষা তিনি করেছিলেন। যেন তিনি আশা করেছিলেন এমন একটা চিঠি আসছে। শুভেন্দুর কেন এত আনন্দ সেটাও তদন্তে দেখা উচিত।”

দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছেন সারদাকাণ্ডে ধৃত দেবযানী মুখোপাধ্যায়। দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায় এদিন বলেন, গত মাসের শেষের দিকে সিআইডির একটি দল সংশোধনাগারে গিয়েছিল। সেখানেই চাপ দেওয়া হয় দেবযানীর উপর। শর্বরীদেবীর দাবি, তাঁর মেয়েকে বলতে বলা হয়, ‘শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তী সারদাকর্তা সুদীপ্ত সেনের কাছ থেকে ৬ কোটি টাকা নিয়েছেন। এই লেনদেন দেবযানীর সামনে হয়েছে’। যদিও দেবযানীর মায়ের দাবি, দেবযানী জানিয়েছেন, এমন কোনও ঘটনা তাঁর সামনে হয়নি।

এ প্রসঙ্গে এদিন সিপিএম নেতা মহম্মদ সেলিম মন্তব্য করেন, দেবযানীর উপর চাপ তৈরি করা হচ্ছে। অন্যদিকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “শুভেন্দু রোগে ভুগছে তৃণমূল। এই চিঠি তারই প্রমাণ। এসব করে দুর্নীতি থেকে মানুষের মন ঘোরানো যাবে না।” অন্যদিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, “সিআইডি’র কাছে অনুরোধ দেবযানীর মায়ের চিঠি কোথা থেকে এল, কে লিখল সেটাও তদন্ত করা উচিত।”

Next Article