Mamata Banerjee on Coal Scam: উত্তরপ্রদেশ থেকে বাংলা পেরিয়ে সোজা সীমান্তে, কয়লার ‘কালি’ বাংলার নয়, বোঝালেন মমতা

Mamata Banerjee on Coal Scam: কয়লা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার সেই ইস্যুতে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার হলেও তার দায় যে বাংলার নয়, সেটাই বোঝালেন মমতা।

Mamata Banerjee on Coal Scam: উত্তরপ্রদেশ থেকে বাংলা পেরিয়ে সোজা সীমান্তে, কয়লার 'কালি' বাংলার নয়, বোঝালেন মমতা
কয়লা পাচার নিয়ে মুখ খুললেন মমতা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 04, 2022 | 6:44 PM

কলকাতা : কয়লা কেলেঙ্কারির দায় যে বাংলার নয়, ইডি দফতর থেকে বেরিয়ে এই তত্ত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি ছিল, সীমান্তে প্রহরারত বিএসএফ কেন্দ্রীয় সরকারের তথা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন। আর এবার সেই কেলেঙ্কারি প্রসঙ্গে সরাসরি বিজেপি শাসিত রাজ্যের নাম সামনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কয়লার গাড়ি আসে উত্তর প্রদেশ থেকে বা অসম থেকে। আর সেই গাড়ি বাংলার ওপর দিয়ে সীমান্তে যায়। আর সীমান্তে কয়লার গাড়ি পার করার দায়িত্ব কেন্দ্রের। ষড়যন্ত্র করেই যে বাংলার দিকে আঙুল তোলা হচ্ছে, সেই দাবিই জানিয়েছেন মমতা।

সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্য়মন্ত্রী মমতা। সেখানে তিনি ব্যাখ্যা করেন, উত্তর প্রদেশ থেকে বা অসম থেকে কয়লার গাড়ি আসে। সেই গাড়ি যায় বাংলার ওপর দিয়ে। আর তা নিয়ে আপত্তিও রয়েছে মমতার। মুখ্যমন্ত্রী বলেন, ‘উত্তর প্রদেশ থেকে কয়লার গাড়ি আসে, অসম থেকে কয়লা আসছে। যাবে আমার রাজ্যের ওপর দিয়ে। সেটা আমরা চাই না। কেন্দ্র কেন সেটা বন্ধ করে দিচ্ছে না?’ মমতার দাবি, বাংলার যতটুকু প্রয়োজন, ততটাই দেওয়া হোক। গরু নিয়েও একই তত্ত্ব মমতার। তিনি উল্লেখ করেন, ভিন রাজ্য থেকে গরু আসে ও বাংলার সীমান্ত দিয়ে পার করানো হয়।

মমতা আরও উল্লেখ করেন, কয়লা সামলায় সিআইএসএফ আর গরু সামলায় বিএসএফ, এতে রাজ্য সরকারের কিছু করার নেই। এমনকি তিনি জানান, করোনা-কালে কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে সীমান্তে কোনও গাড়ি না আটকানো হয়।

উল্লেখ্য, কয়লা কেলেঙ্কারিতে প্রথম থেকেই আঙুল উঠেছে তৃণমূলের দিকে। এমনকি এই মামলায় নাম জড়িয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরার। বারবার তাঁদের তলব করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিষেক হাজিরা দিলেও এখনও পর্যন্ত ইডি দফতরে যাননি তাঁর স্ত্রী রুজিরা। অন্যদিকে, গরু পাচার মামলায় নাম উঠে এসেছে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। তাঁকে বারবার তলব করা হয়েছে, তবে, হাজিরা এড়িয়ে গিয়েছেন।

আরও পড়ুন : Mamata Banerjee on Aliah Controversy: ‘বিশ্বভারতীর উপাচার্যকে কেন গ্রেফতার নয়?’ আলিয়া ইস্যুতে মুখ খুললেন মমতা