Mamata Banerjee on Vyapam Scam: ‘কাজ করতে করতে দু-একটা ভুল হতেই পারে’, মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারি মনে করালেন মমতা
Mamata Banerjee on Vyapam Scam: ২০১৩ সালে সামনে আসে মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারি। নিয়োগের পরীক্ষা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। নাম জড়ায় রাজনীতিক ও আধিাকারিকদের।
কলকাতা : সাদা খাতা জমা দিয়েই মিলেছে চাকরি! যোগ্য হওয়া সত্ত্বেও তালিকায় নীচে নেমে গিয়েছে নাম! এমন সব অভিযোগে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির কথা মনে করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সরকারে কাজ করতে গেলে কিছু ভল হতেই পারে। ব্যাপম কেলেঙ্কারিতে কেন সে রাজ্যের শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়নি? সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী।
নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জেলে রয়েছেন রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর সোমবার শিক্ষা-রত্ন সম্মান প্রদান অনুষ্ঠানে মমতা তুললেন ব্যাপম কেলেঙ্কারির প্রসঙ্গ। মধ্যপ্রদেশে যে সংস্থার নেওয়া পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়, সেই সংস্থার বিরুদ্ধেই উঠেছিল দুর্নীতির অভিযোগ। সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগও ওঠে। ভুয়ো পরীক্ষার্থীর দেওয়া পরীক্ষা সহ একাধিক অভিযোগ আঙুল উঠেছিল সে রাজ্যের সরকারের দিকে। অনেক রাজনৈতিক নেতার নামও জড়ায় সেই মামলায়। দীর্ঘদিন ধরে এই দুর্নীতির অভিযোগ থাকলেও, ২০১৩ সালে প্রথম সামনে আসে সেই কেলেঙ্কারি। সে কথা মনে করিয়ে দিয়ে মমতা এ দিন বলেন, ‘মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারি হয়েছিল। আপনারা সবাই দেখেছেন তো? ওখানকার শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে? ওখানে ৫৪ জন আত্মহত্যা করেছিলেন।’
একই সঙ্গে দুর্নীতি প্রসঙ্গে মমতার ব্যাখ্যা, ‘কাজ করতে করতে মানুষের একটা-দুটো ভুল হতেই পারে।’ শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর আরও দাবি, নীচুতলার কেউ কেলেঙ্কারিতে জড়ালে ওপর তলার ওপর দোষটা আসে। তারপর নীচুতলার লোককে ধরতে ধরতে সে পালিয়ে যায়। বড় বড় ডাকাতকেও ধরা যায় না বলে মন্তব্য করেছেন মমতা।
ব্যাপম প্রসঙ্গ টেনে বিজেপির দিকে আঙুল তোলায় গেরুয়া শিবিরের দাবি, এ কথা রাজ্যের মানুষ মানবে না। মমতা মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা সমীক ভট্টাচার্য বলেন, ‘এ রাজ্যে দুর্নীতিকে সমর্থন করা যায়? নিজেদের দুর্নীতি থাকতে ভোপালের কথা বলছেন? মানুষ নেবে না এই কথা।’ প্রয়োজনে মমতা আদালতে যান বা আন্দোলন করুন, এমনটাও মন্তব্য করেন বিজেপি নেতা।