Mamata Banerjee: ‘৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে’, শিক্ষক দিবসের অনুষ্ঠান জানালেন মুখ্যমন্ত্রী
Teacher Recruitment: মামলা সংক্রান্ত জটিলতায় চাকরি দিতে সময় অনেক বেশি লেগে যাচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা: শিক্ষক দিবসের অনুষ্ঠানে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষকদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি একাধিক বিষয় সোমবার উল্লেখিত হয়েছে মমতার বক্তৃতার। সেখানে যেমন সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকার কথা উঠেছে, তেমনই মুখ্যমন্ত্রীর নিজের জীবনের অভিজ্ঞতার কথা শুনিয়েছেন। পাশাপাশি চাকরি দেওয়ার বিষয়টি নিয়ে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা দিতে গিয়ে বিভিন্ন জনস্বার্থ মামলার গেরোয় যে চাকরি দেওয়ার প্রক্রিয়া সময়সাপেক্ষ হয়ে যাচ্ছে, সে বিষয়েও নিজের বিরক্তি প্রকাশ করেছেন।
শিক্ষক দিবসে বক্তব্য রাখতে গিয়ে ২০১১ সালের পর তৃণমূল জমানায় তৈরি হওয়া কলেজ, বিশ্ববিদ্যালয়ের বিষয়টি উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে শিক্ষক পদে নিয়োগের কথাও জানিয়েছেন তিনি। সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেছেন, “২ লক্ষ ৬৩ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগ করেছে স্কুল শিক্ষা দফতর। ১০ হাজার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হয়েছে। আরও ৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে। রেডি আছে।” চাকরি দেওয়ার প্রসঙ্গে তাঁর সরকারের সদিচ্ছার কথাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “আমি চাকরি দিতে চাই। কেউ কেউ চাকরি বন্ধ করার জন্য পিআইএল করে। সব কিছুতেই পিআইএল (জনস্বার্থ মামলা)। জীবনটাই পিআইএল করে দিয়েছে। কিছু হলেই পিল খেয়ে নেয়।”
মামলা সংক্রান্ত জটিলতায় চাকরি দিতে সময় অনেক বেশি লেগে যাচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, “৮৯ হাজার ছেলেমেয়ের চাকরি প্রসেস করতে সময় লাগে। সেটা যদি তিন মাসে করা যেত, এখন ১ বছর লাগবে। প্রসেস করতে গিয়ে চাকরির স্কোপ কমে যাচ্ছে।”