কলকাতা : একদিকে সরকারের ‘ভুল’ নিয়ে কার্যত সাফাই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, মানুষ কখন খারাপ পথে যায়, সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। সোমবার শিক্ষা-রত্ন সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, সঙ্গ দোষে অনেকে খারাপ হয়ে যায়, তাঁদের ভালবেসে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসা উচিত। কার বিপথে চালিত হওয়ার ইঙ্গিত মমতা দিয়েছেন, তা স্পষ্ট না হলেও সম্প্রতি যে ভাবে তাঁর দলের নেতাদের দিকে দুর্নীতির অভিযোগের আঙুল উঠেছে, তাতে এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এ দিন বক্তব্যের শুরুতে শিক্ষক, অধ্যাপকদের সম্মান জানান মুখ্যমন্ত্রী। তারপরই তিনি দুর্নীতি ইস্যুতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নানা ব্যাখ্যা দেন। প্রাক্ত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারকে কোনঠাসা করতে তৎপর হয়েছে বিরোধীরা। সেই আবহেই মমতা দাবি বললেন, ‘কখনও কখনও ভাল মানুষও বিপথে চালিত হয়ে যায়। সঙ্গ দোষে বা নানারকম ডিপ্রেশনে ভুগলে বিপথে চালিত হতে পারে। তাঁদের ভাল করতে হবে, ভালবেসে নিয়ে আসতে হবে।’ মমতা আরও দাবি করেন, হাতের পাঁচটা আঙুল সমান নয়, অর্থাৎ সব মানুষ সমান নন। তাই একজন ভুল করলে বাকিদের কাঠগড়ায় দাঁড় করানো উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি।
কার ভুল? কে বিপথে চালিহ হয়েছেন? সে ইঙ্গিত স্পষ্ট করেননি মমতা। তবে, এই প্রসঙ্গে উদাহরণ হিসেবে শিক্ষকদের কথা বলেছেন তিনি। তিনি এ দিন উল্লেখ করেন, শিক্ষকেরা উদয়াস্ত পরিশ্রম করলেও দিনের শেষে তাঁদের ভুল ধরা হয়। তাঁরা যে বাড়ি ফিরেও কাজ করেন, সেটা কেউ দেখেন না।
‘সঙ্গ দোষ’ প্রসঙ্গে বিজেপি নেতা শমিক ভট্টাচার্য এ দিন বলেন, ‘একদম ঠিক বলেছেন।’ মমতা তথা তৃণমূলকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, সঙ্গ তো ছিল তাঁর দল, তাঁর মন্ত্রিসভার। তাঁদের সঙ্গেই ছিলেন পার্থ, অনুব্রত।
অন্যদিকে বাম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গই বিপজ্জনক হয়ে উঠছে। তিনি উল্লেখ করেন, পার্থ যখন চাকরি করতেন, তখন তাঁর চোর অপবাদ ছিল না, অনুব্রত যখন নেতা হননি, তখন তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না। সৌগত রায় সহ অনেকেই তৃণমূলে থেকে বদলে গিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।