‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর চাবিকাঠি লুকিয়ে ‘ইউনিক নম্বরে’, ‘দুয়ারে রেশন’ শুরু শুভদিনে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Aug 12, 2021 | 10:05 PM

Mamata Banerjee: পাশাপাশি 'দুয়ারে রেশন' পৌঁছে দেওয়ার বন্দোবস্ত চলতি বছরের ভাইফোঁটার দিন থেকেই শুরু হবে বলে জানান মমতা।

লক্ষ্মীর ভাণ্ডার-এর চাবিকাঠি লুকিয়ে ইউনিক নম্বরে, দুয়ারে রেশন শুরু শুভদিনে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
সাংবাদিক বৈঠকে মমতা

Follow Us

কলকাতা: অবশেষে রাজ্য সরকারের বহু প্রতীক্ষিত ‘দুয়ারে রেশন’ প্রকল্পের সূচনা হতে চলেছে। লক্ষ্মীবারে নবান্ন থেকে বড় ঘোষণা করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প নিয়ে যাবতীয় বিভ্রান্তিও এ দিন দূর করার চেষ্টা করেন তিনি। আগামী ১৬ অগস্ট থেকে রাজ্যজুড়ে যে ‘দুয়ারে সরকার’ প্রকল্প শুরু হতে চলেছে, তার মাধ্যমেই এই প্রকল্পে নথিভুক্ত হওয়া যাবে বলে এ দিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পাশাপাশি ‘দুয়ারে রেশন’ পৌঁছে দেওয়ার বন্দোবস্ত চলতি বছরের ভাইফোঁটার দিন থেকেই শুরু হবে বলে জানান মমতা।

মুখ্যমন্ত্রী জানান, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প নিয়ে তিনি কোনও ধরনের ভুল বোঝাবুঝি বা জনগণের দুশ্চিন্তা হোক চান না। তাঁর কথায়, “পুরোপুরি বিনামূল্যে এই প্রকল্পে আবেদন জানানোর ফর্ম পাওয়া যাবে।” কী ভাবে আবেদন জানাতে হবে? মমতা বলেন, “দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কাউন্টার থাকবে, সবার প্রথম সেখানে যেতে হবে। সেখানে গেলেই একটি ফর্ম পাওয়া যাবে। সেই ফর্মে একটি নির্দিষ্ট নম্বর থাকবে। সেই নম্বরের রেকর্ড সরকারের কাছেও থাকবে।” মুখ্যমন্ত্রী জানান, “এই ফর্ম কোনও ভাবে জেরক্স বা ডুপ্লিকেট করা যাবে না। এই ফর্ম ছাড়া অন্য কোনও ফর্ম নেওয়াও হবে না। কেউ যাতে এই ফর্মের অপব্যবহার করতে না পারে তার জন্যই এই ব্যবস্থা।”

মমতা বলে চলেন, “ফর্মটা পাওয়ার পর আপনারা ওখানেই ফর্মটা ফিলআপ করে জমা দেবেন। মনে রাখবেন, ফর্মের সঙ্গেই কম্পিউটার জেনারেটেড ইউনিক নম্বরটা থাকবে। এটার সঙ্গে আধার কার্ডও লিঙ্ক করে দেওয়া হবে। এই নম্বরটাই ফর্ম ফিলাপের জন্য স্বীকার্য হবে। ঘুরপথে যদি কেউ অন্যভাবে ফর্ম জোগাড় করে তা জমা দেওয়ার চেষ্টা করে, সেটা কিন্তু মেনে নেওয়া হবে না। শুধুমাত্র দুয়ারে সরকার শিবির থেকেই ফর্ম নিতে হবে।”

‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কর জমা দেওয়ার কোনও ধরনের বাধ্যবাধকতাও নেই বলে এ দিন স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে গোটা প্রক্রিয়ার ক্ষেত্রে যদি কোনও বেনিয়মের অভিযোগ থাকে, তার জন্য পৃথক হেল্পলাইন নম্বরও চালু করেছে রাজ্য। এই নম্বরটি সোজা মুখ্যমন্ত্রীর দফতরের সঙ্গে সংযুক্ত থাকবে। ১০৭০ অথবা ২২১৪ ৩৫২৬- এই টোল-ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ জানালেই সরকার ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে।

প্রসঙ্গত, আগামী ১৬ অগস্ট থেকে গোটা রাজ্যজুড়ে দুয়ারে সরকারের মোট ১৭ হাজার ১৬ টি ক্যাম্প শুরু হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এই প্রকল্প চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, এর পাশাপাশি সরকারের যত ধরনের জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের জন্য এখানে নাম নথিভুক্ত করানো যাবে। তবে এ বারের দুয়ারে সরকার কর্মসূচিতে লক্ষ্মীর ভাণ্ডারকেই পাখির চোখ করেছে সরকার। এই প্রকল্পের মাধ্যমে তপসিলি ও আদিবাসীদের মাসে ১০০০ টাকা এবং জেনারেল ক্যাটাগরির মহিলাদের মাসে ৫০০ টাকা করে হাত খরচ দেওয়া হবে। আরও পড়ুন: এই জিনিসগুলি না থাকলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে নাম নথিভুক্ত করা যাবে না, জানাল নবান্ন

Next Article