Mamata Banerjee: ‘তৃণমূলের বাড়ি ভাঙলে RSS-এর কেন নয়?’ প্রশ্ন তুললেন মমতা

Deeksha Bhuiyan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 27, 2024 | 5:36 PM

Mamata Banerjee: সে প্রসঙ্গে কথা বলতে গিয়েই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, "সরকারি জমি কিন্তু মিউটেশন করানো। গত সাত বছরে কী কী জমি হস্তান্তর হয়েছে, খোঁজ নেওয়ার নির্দেশ। কোনও একটা দল, পুকুর ভরাট করে তিন তলা বাড়ি করে নিয়েছে। বাড়িটা RSS-এর।"

Mamata Banerjee: তৃণমূলের বাড়ি ভাঙলে RSS-এর কেন নয়? প্রশ্ন তুললেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: ফুটপাতের হকার উচ্ছেদ থেকে শুরু করে অবৈধ পার্কিং লট, সব নিয়ে বৃহস্পতিবারও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন জমি দখল নিয়ে বিস্ফোরক কথা বললেন মমতা। ‘তৃণমূলের বাড়ি ভাঙলে RSS-এর কেন নয়?’ প্রশ্ন তুললেন মমতা। রাজ্যের একাধিক প্রান্ত সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ ওঠে। সেক্ষেত্রে পুলিশ প্রশাসন থেকে শুরু করে নেতা-বিধায়কদের তিরস্কার করেন মুখ্যমন্ত্রী।

সে প্রসঙ্গে কথা বলতে গিয়েই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, “সরকারি জমি কিন্তু মিউটেশন করানো। গত সাত বছরে কী কী জমি হস্তান্তর হয়েছে, খোঁজ নেওয়ার নির্দেশ। কোনও একটা দল, পুকুর ভরাট করে তিন তলা বাড়ি করে নিয়েছে। বাড়িটা RSS-এর।” মমতা প্রশ্ন করেন,  “তৃণমূলের বাড়ি ভাঙলে, আরএসএসের কেন না? বিক্রমগড়ে তো প্রায় শুনতে পাচ্ছি, এই দখল করছে, এটা কি ছেলের হাতের মোয়া হয়ে গিয়েছে? আমি একা বকবক করব?” কিন্তু প্রশ্ন, হচ্ছে, হঠাৎ কেন RSS-এর প্রসঙ্গে উঠে এল? কারণ সোমবারের মমতা মুখে একটি শব্দবন্ধ বারবার উচ্চারিত হয়েছে। ‘বাইরে থেকে এসে’। আর সেই বিষয়টি উল্লেখ করেই তাঁকে বিঁধেছিলেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেছিলেন, “আরএসএস এর পরামর্শে মুখ্যমন্ত্রী নড়াচড়া করেন। আমি তো অনেকদিন থেকে বলে আসছি এ কথা। এখন মারাত্মক অপরাধমূলক কথা বলেছেন। বাঙালি-অবাঙালি বিভাজন করার চেষ্টা করছেন। বাংলায় বিভিন্ন ভাষাভাষি মানুষ যুগ যুগ ধরে বসবাস করছেন। অনেকে বাংলা সংস্কৃতিকে গ্রহণ করে নিয়েছে।” তিনি আরও বলেন, “উনি তো ইউসুফ পাঠানকে, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহাকে এনেছেন। এখন নির্বাচনের পর বাঙালি-অবাঙালি বিভাজন করছেন। এই বিভেদই আরএসএস চায়। উনি সেটা খুব সূচারু রূপে খেলে যাচ্ছেন।”

জমি দখলের অভিযোগ নিয়ে সোমবারও সরব হন মমতা। দৃষ্টান্ত হিসাবে তুলে ধরেন নিজের দলের ব্লক সভাপতির গ্রেফতারি প্রসঙ্গও। ডাবগ্রামে জমি দখলের চেষ্টা ও এক ব্যক্তিকে খুনের হুমকির অভিযোগে তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার জমি দখলের প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী বললেন, “দেখলেন তো ডাবগ্রামের তৃণমূলের ব্লক সভাপতিকে গ্রেফতার করিয়ে দিয়েছি। আমি গ্রেফতারির নির্দেশ দিয়েছিলাম। ” পাশপাশি কাউন্সিলরদেরকেও সতর্ক করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ” যে কাউন্সিলরের এলাকায় এই সব হবে তাঁকে গ্রেফতার করতে হবে।”

এরপরই আবার ‘লুঠের টাকা’ নিয়েও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। কাঠগড়ায় বিজেপি। মুখ্যমন্ত্রী বলেন, “লোকাল মাফিয়ারা, বালি মাফিয়া, জমি মাফিয়া ওরা সব করে খাচ্ছে, আমি কেন বদনামটা নেবো? ওরা ডান হাতে টাকা নিচ্ছে, বাঁ হাতে টাকাটা বিজেপিকে দিচ্ছে। আমার দরকার পড়ে না।” তবে একটি বিষয় উল্লেখ্য, বৃহস্পতিবারই  জলা জমি ভরাট করে হয়েছে দলীয় কার্যালয় তৈরি করার অভিযোগে RSS এর ভবনে হাজির হয় পুলিশ। যান বিএসআরও আধিকারিকরা। যদিও RSS এর দাবি কোনও অবৈধ বিষয় নেই এখানে।

Next Article