কলকাতা: কলকাতায় বিজয় দিবস-এর অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুক্তিযুদ্ধের কথা স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে ভারত-বাংলাদেশের মধ্যে চাপা উত্তেজনা তৈরি হয়েছে, তার মধ্যে মমতা উল্লেখ করলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভারতের ভূমিকার কথা। তাঁর কথায়, ভারতের ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। অন্যান্য যুদ্ধেও ভারতীয় সেনার আত্মত্যাগ কতটা, সে কথাও উল্লেখ করেন তিনি।
এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, মুক্তিযুদ্ধে যাঁরা অংশগ্রহণ করেছিলেন, তাঁদের ভুলতে পারব না। আমি বাংলার ভূমিকা বা ভারতের ভূমিকা কখনই ভুলতে পারব না। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলতে চাননি তিনি। বাংলাদেশের পরিস্থিতি যেহেতু বৈদেশিক তথা আন্তর্জাতিক সম্পর্কের বিষয়, তাই আগেও মুখ্যমন্ত্রী এ ব্যাপারে কথা বলতে চাননি। এদিন বিজয় দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে আমার কিছু বলা উচিত নয়। এটা ভারত সরকারের ব্যাপার। ভারতীয় সেনার ব্যাপার। তবে আমি অভিনন্দন জানাব সেনাকে।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। এদিন বাবার বলা কথা স্মরণ করেন তিনি। মমতা বলেন, “বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ৪০ বছর বয়সে মারা যান। তবু আমার মনে আছে, বাবা প্রতিদিন আমাকে ভারত-চিন যুদ্ধের কথা বলত। ১৯৬৫ যুদ্ধে কীভাবে ভারতীয় সেনা আত্মত্যাগ করেছিল, সেই কথা বলত।”
এর আগে বাংলাদেশ সম্পর্কে কথা বলতে গিয়ে বিধাসনসভায় দাঁড়িয়ে মমতা শান্তিরক্ষা বাহিনী পাঠানোর কথা বলেছিলেন।