Mamata Banerjee: ‘আমি বিশ্বাস করি না এরা চোর’, কার কার নাম মমতার মুখে?

Mamata Banerjee: এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "যাঁরা নতুন এসেছেন পুরনোদের সম্মান দিয়ে মাথায় রাখবেন। নতুনদের পুরনোরা কাছে ডেকে নেবেন। আমরা সকলে সমান মাথায় রাখতে হবে। যদি কেউ পুরনো থাকেন, বঞ্চিত হয়েছে, অন্যভাবে আমি কাজে লাগাব। আমি চাই না কেউ বাইরে থাকুক।"

Mamata Banerjee: 'আমি বিশ্বাস করি না এরা চোর', কার কার নাম মমতার মুখে?
মমতা বন্দ্যোপাধ্যায়। Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2023 | 9:15 PM

কলকাতা: দলে আদি-নব্য বলে কিছু নেই। সকলকেই এক প্রতীকের তলায় থেকে কাজ করতে হবে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে এমনই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। বুঝিয়ে দিলেন, কোনও ভেদাভেদ চলবে না দলের অন্দরে। নতুনরা সম্মান করবেন পুরনো নেতাদের, পুরনোরাও নতুনদের বুকে টেনে নেবেন। এই পাটিগণিতেই এগোবে দল। এদিন দলের পুরনো দিনের কথা বলতে গিয়ে মমতা বলেন, তৃণমূল কংগ্রেস অনেক লড়াইয়ের সাক্ষী। পুরনো সৈনিকদের কথা বলতে গিয়ে এদিন ফিরহাদ হাকিম, সুব্রত বক্সীর সঙ্গে মমতার মুখে শোনা যায় জ্যোতিপ্রিয় মল্লিকের নামও। তৃণমূল সুপ্রিমো বলেন, “বালুকে জেলে নিয়ে গিয়েছে। ডান্ডার পর ডান্ডা খেয়েছে এরা। অনেক অনেক লড়াইয়ের সাথী মনে রাখবেন। আমি বিশ্বাস করি না এরা চোর।”

অনেক দিন পর আবার পুরনো মুডে মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাদের নিয়ে সভা করেন তিনি। আর সেই সভাতে মমতাই ‘শো স্টপার’। প্রায় ১ ঘণ্টা বক্তব্য রাখেন। মমতাই শুরু, মমতাই শেষ। পার্থ-জ্যোতিপ্রিয়দের গ্রেফতারি, ফিরহাদের মতো নেতার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান — সব মিলিয়ে দলের অন্দরেই আদি-পুরনোর সুর বেজেছে বারবার।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যাঁরা নতুন এসেছেন পুরনোদের সম্মান দিয়ে মাথায় রাখবেন। নতুনদের পুরনোরা কাছে ডেকে নেবেন। আমরা সকলে সমান মাথায় রাখতে হবে। যদি কেউ পুরনো থাকেন, বঞ্চিত হয়েছে, অন্যভাবে আমি কাজে লাগাব। আমি চাই না কেউ বাইরে থাকুক। যদি কোনও লোক আপনাদের সঙ্গে যোগ দিতে চায়, ফেলে রাখবেন না, নিয়ে নেবেন। ভাল মানুষ নেবেন। আপনাদেরই কর্তব্য এটা। কিন্তু অনেক সময় করেন না। কে কখন অনুমতি দেবে। আমি আপনাদের বলে যাচ্ছি, বক্সীদার থেকে অনুমতি নেবেন।”

শুধু তাই নয়, দলের অন্যতম বর্ষীয়ান নেতা সাংসদ সৌগত রায়ের কথা তুলে ধরে মমতা বলেন, “সৌগতদা মাঝে মাঝে বলেন আমার তো বয়স হয়ে গেল। আমি বলি, কীসের বয়স? মানুষের মনের কোনও বয়স নেই। যতদিন বাঁচবেন, সুস্থ হয়ে বাঁচবেন। রয়াল বেঙ্গল টাইগারের মতো লড়বেন। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব।”