Calcutta High Court: দানের জমি? নথি কোথায়? বেআইনিভাবে গজানো ক্লাবঘর ভাঙার নির্দেশ আদালতের

Calcutta High Court: খড়দহের ওই ক্লাবের তরফে আদালতে দাবি করা হয়, যে জমির উপর ক্লাবঘর তৈরি হয়েছে, সেটি দানের জমি। তখন বিচারপতি গঙ্গোপাধ্যায় জমি দান সংক্রান্ত নথি দেখতে চান। কিন্তু, দানের কোনও নথি আদালতের কাছে দেখাতে পারেননি খড়দহের ওই ক্লাবের আইনজীবী। এরপরই ওই ক্লাবঘরটি ভেঙে ফেলার নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ।

Calcutta High Court: দানের জমি? নথি কোথায়? বেআইনিভাবে গজানো ক্লাবঘর ভাঙার নির্দেশ আদালতের
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2023 | 8:48 PM

কলকাতা: বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। একই দিনে বেআইনি নির্মাণ সংক্রান্ত দু’টি পৃথক মামলায় কড়া নির্দেশ দিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। হাওড়ার লিলুয়ায় একটি নির্মাণের বেআইনি অংশ আগামিকাল থেকে ভাঙার কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। বৃহস্পতিবার আরও একটি বেআইনি নির্মাণের অভিযোগের শুনানি ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। উত্তর ২৪ পরগনার খড়দহে একটি ক্লাবঘর বেআইনিভাবে তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই ক্লাবঘররও ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

খড়দহের ওই ক্লাবের তরফে আদালতে দাবি করা হয়, যে জমির উপর ক্লাবঘর তৈরি হয়েছে, সেটি দানের জমি। তখন বিচারপতি গঙ্গোপাধ্যায় জমি দান সংক্রান্ত নথি দেখতে চান। কিন্তু, দানের কোনও নথি আদালতের কাছে দেখাতে পারেননি খড়দহের ওই ক্লাবের আইনজীবী। এরপরই ওই ক্লাবঘরটি ভেঙে ফেলার নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। খড়দহের ওই ক্লাবটি রহড়া থানা এলাকার মধ্যে পড়ে। বিচারপতি রহড়া থানাকে নির্দেশ দেন, ওই ক্লাবঘর ভেঙে দিতে হবে।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই নির্দেশের পর ক্লাবের তরফে আইনজীবী জানান, মামলাকারীও ওই একই জায়গায় রান্নাঘর তৈরি করছেন। যেটি নির্মীয়মান অবস্থায় রয়েছে। ওই রান্নাঘরও যাতে আদালত বন্ধ করে দেয়, সেই দাবি জানান ক্লাবের তরফের আইনজীবী। ক্লাবের ওই বক্তব্য শুনে বিচারপতির মন্তব্য, ‘মামলাকারীর বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হোক ক্লাবের থেকে। তাহলে ওই রান্নাঘর তৈরির উপর নিষেধাজ্ঞা চাপাবে আদালত।’

উল্লেখ্য, আজই হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে লিলুয়ার বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলা উঠেছিল। সেখানেও ৬ দিনের মধ্যে নির্মাণের বেআইনি অংশ পুলিশের উপস্থিতিতে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।