Mamata Banerjee: কেষ্টর মতো এত সাহায্যকারী ছেলে খুব কম দেখেছি : মমতা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Aug 29, 2022 | 11:41 PM

Mamata on Anubrata: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকেও আবারও মমতার মুখে উঠে এল অনুব্রত প্রসঙ্গ। বললেন, "কেষ্টর মতো এত সাহায্যকারী ছেলে আমি খুব কম দেখেছি।"

Mamata Banerjee: কেষ্টর মতো এত সাহায্যকারী ছেলে খুব কম দেখেছি : মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us

কলকাতা : পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর তৃণমূল যে কড়া অবস্থান দেখিয়েছিলেন, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর ততটা কড়া অবস্থান দেখা যায়নি তৃণমূলের। বরং, ঠারেঠোরে বুঝিয়ে দেওয়া হয়েছে, অনুব্রত মণ্ডল দলের সংগঠনের এক অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। স্বাধীনতা দিবসের আগের দিন বেহালার ম্যান্টনে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মুখে শোনা গিয়েছিল অনুব্রতর কথা। এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকেও আবারও মমতার মুখে উঠে এল অনুব্রত প্রসঙ্গ। বললেন, “কেষ্টর মতো এত সাহায্যকারী ছেলে আমি খুব কম দেখেছি।”

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে বললেন, “২১ জুলাই হল। আর ২২ তারিখ মধ্যরাতে পার্থদার বাড়িতে গিয়ে হাজির হল। তুমি আগেও করতে পারতে। দেখে নেব আমরা কেসে কী আছে, আমি কিছু বলছি না এখন।” এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে আনেন মমতা। বলেন, “এই তো আজ অভিষেক এখানে এত ভাল বক্তৃতা দিয়েছে। আমার মনে হয়, ওকে কাল না নোটিস ধরায় আবার।”

উল্লেখ্য, রাজ্যের শাসক দলের দুই তাবড় নেতা পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পার্থ চট্টোপাধ্য়ায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের পর অর্পিতা ও পার্থকে এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আবার গরু পাচার কাণ্ডে তদন্তে অসহযোগিতার অভিযোগে সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। দুই জনই আপাতত রয়েছেন সংশোধনাগারে। অনুব্রত বাবু রয়েছেন আসানসোলের সংশোধনাগারে। পার্থ চট্টোপাধ্য়ায় রয়েছেন প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে। এমন পরিস্থিতিতে বেশ অস্বস্তিতে রাজ্যের শাসক দল।

এমন পরিস্থিতিতে এর আগেও একবার অনুব্রত প্রসঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। বেহালা ম্যান্টন থেকে প্রশ্ন তুলেছিলেন, “কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কী করেছিল কেষ্ট?” এবার সোমবার তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে ফের একবার অনুব্রতর প্রসঙ্গ উঠে এল মমতার কথায়।

Next Article