Mamata Banerjee: ‘কেন ভুবনেশ্বরে নিয়ে যেতে হল? কেন্দ্রের হলেই সব সাধু?’, পার্থ-র গ্রেফতারির পর মুখ খুললেন মমতা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 25, 2022 | 6:00 PM

Mamata Banerjee: পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি ৯০ লক্ষ নগদ টাকা। অভিযোগে উত্তাল রাজ্য। এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

Mamata Banerjee: কেন ভুবনেশ্বরে নিয়ে যেতে হল? কেন্দ্রের হলেই সব সাধু?, পার্থ-র গ্রেফতারির পর মুখ খুললেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us

কলকাতা : সদ্য গ্রেফতার হয়েছেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছে ভুবনেশ্বর এইমসে। ইতিমধ্যেই সেই হাসপাতালের মেডিক্যাল বোর্ডের তরফে রিপোর্টও প্রকাশ করা হয়েছে। মন্ত্রীর গ্রেফতারির পর এবার প্রথম মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতার প্রশ্ন, ‘ভুবনেশ্বরে নিয়ে যেতে হল কেন? বাংলায় কি হাসপাতাল নেই?’

সোমবার বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে মমতা প্রশ্ন তোলেন, ওড়িশার এইমসে কেন নিয়ে যেতে হল? তাঁর দাবি, এসএসকেএম বা পিজি গোটা ভারতের মধ্যে এক নম্বর হাসপাতাল। এ ছাড়াও আছে মেডিক্যাল কলেজ, এনআরএস, সাগর দত্ত কিংবা শম্ভূনাথ পণ্ডিত হাসপাতাল। রাজ্য সরকারের অধীন সে সব হাসপাতালে নিয়ে না গিয়ে কেন কেন্দ্রীয় সরকারের অধীন হাসপাতালে নিয়ে যাওয়া হল, সেই প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

কেন্দ্রকে কটাক্ষ করে মমতা বলেন, ‘কেন্দ্রীয় সরকারের যেখানে ছোঁয়া আছে… ইএসআই হাসপাতালে যেতে হবে। ইনটেনশনটা কী? ওড়িশায় নিয়ে যেতে হবে, বাংলায় কি কিছু নেই? এটা কি বাংলার অসম্মান নয়?’ ক্ষোভের সুরে মুখ্যমন্ত্রী বলেন,  ‘কেন্দ্রের সব সাধু আর রাজ্যগুলো চোর? মনে রাখবেন রাজ্যগুলোর জন্যই আপনারা বেঁচে আছেন।’

উল্লেখ্য, এসএসকেএমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। এরপর আদালতের নির্দেশেই তাঁকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। বিরোধী দলগুলিও এসএসকেএমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

গত শনিবার সকালে পার্থ চট্টোপাধ্য়ায়কে গ্রেফতার করা হয়েছে। এরপর সোমবারের এই অনুষ্ঠানে মমতা সাফ জানান, তিনি যদি এ বিষয়ে কিছু না বলতেন, তাহলে সবাই ভাবত, তিনি ভয় পেয়েছেন। কিন্তু তিনি ভয় পান না। একই সঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্টতই জানিয়েছেন, তিনি এ ব্যাপারে বিশেষ কিছু জানেন না, তাই কিছু বলতে পারবেন না। বিচারের আগে কোনও মন্তব্য করতে চান না তিনি। অর্পিতা মুখোপাধ্য়ায়ের নাম না করে মমতা বুঝিয়ে দেন, ওই মহিলার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।

Next Article