কলকাতা: বিশ্বভারতীর জমি বির্তক নিয়ে এবার অর্মত্য সেনকে (Amartya Sen) চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চিঠিতে কোথাও কোনও রাজনৈতিক দলের নাম না নিলেও শুক্রবার নোবেলজয়ীর উদ্দেশে মমতা লিখেছেন, ‘সাম্প্রতিক কিছু ঘটনায় আমি বিস্মিত এবং আহত।’ সংবাদ মাধ্যমের দ্বারা তিনি জানতে পেরেছেন যে অমর্ত্যর শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’ নিয়ে কিছু ঘটনা ঘটেছে। যাতে মর্মাহত হয়েছেন মুখ্যমন্ত্রী।
চিঠিতে তিনি লেখেন, শান্তিনিকেতনের সঙ্গে আপনার “পরিবারের গভীর সম্পর্কের কথা আমরা সকলেই জানি। আপনার মাতামহ ক্ষিতিমোহন সেন শান্তিনিকেতনের প্রথম বাসিন্দাদের মধ্যে অন্যতম ছিলেন। অন্যদিকে আপনার বাবা শিক্ষাবিদ আশুতোষ সেন আজ থেকে আট দশক আগে শান্তিনিকেতনে প্রতীচী গড়ে তুলেছিলেন।”
এরপরই মমতা লিখেছেন, “শান্তিনিকেতনে আগত কিছু নতুন বহিরাগতরা কয়েকদিন ধরে আপনার পরিবারের সম্পত্তি সম্পর্কে সম্পূর্ণ ভিত্তিহীন আশ্চর্য সব অভিযোগ করছে। এই ঘটনায় আমি ব্যথিত। এই দেশের ধর্মান্ধ সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধে আপনার লড়াইয়ে পাশে আমি রয়েছি। এই বিরোধিতাই আপনাকে অসত্য শক্তির শত্রু করে তুলেছে।”
আরও পড়ুন: ‘পোশাক খুলে বাড়ি পাঠিয়ে দেব’! কেষ্টর হুমকি দিলীপকে
তাৎপর্যপূর্ণভাবে, এই চিঠিতে নোবেলজয়ীকে ‘দাদা’ বলে সম্বোধন করেছেন মমতা। নিজেকে ‘বোন’ বলে শেষে তিনি লেখেন, “অনুগ্রহ করে অসহিস্নুতার বিরুদ্ধে এই যুদ্ধে আমাকে নিজের বোন ও বন্ধু হিসেবে গণ্য করুন। এই অসত্য অভিযোগ যেন আমাদের মনোবল না ভাঙতে পারে। আমাদের জয় হবেই।”
আরও পড়ুন: অর্জুন সিং-কে মহাভারতের অর্জুনের সঙ্গে তুলনা রাজ্যপালের!