Mamata Banerjee: শিক্ষা ব্যবস্থা চালানো রাজ্য চালানোর মতোই ব্যাপার, শিক্ষক দিবসের অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী

Teacher's Day: শিক্ষক দিবসের অনুষ্ঠানে উপস্থিত রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের সমস্ত শিক্ষক, অধ্যাপকদের সম্মান জানন তিনি।

Mamata Banerjee: শিক্ষা ব্যবস্থা চালানো রাজ্য চালানোর মতোই ব্যাপার, শিক্ষক দিবসের অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী
মমতা ব্যনার্জি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2022 | 2:28 PM

শিক্ষক দিবসের অনুষ্ঠানে উপস্থিত রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের সমস্ত শিক্ষক, অধ্যাপকদের সম্মান জানন তিনি। মমতা বলেছেন, “শিক্ষকরা আমাদের গর্ব। তাঁদের অভিনন্দন জানাচ্ছি। তাঁরা আমাদের সমাজ তৈরি করছেন।” তিনি আরও বলেছেন, “শিক্ষকরা যে ভাবে ছাত্রদের তৈরি করছেন, সারা পৃথিবী এক দিন বাংলার মেধাতে ভরে যাবে।” পাশাপাশি রাজ্যে তৃণমূল সরকারের আমলে গড়ে ওঠা কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গও উঠে এসেছে মুখ্যমন্ত্রীর কথায়।

শিক্ষক দিবসের অনুষ্ঠানে যা বললেন মুখ্যমন্ত্রী-

  1. পয়সা আজ আছে, কাল নেই ফুরিয়ে যাবে, নৈতিক চরিত্র গঠন করুন: মমতা
  2. আমি কতটা লোভী হব, নির্ভর করবে আমার উপর। হাতের পাঁচটা আঙুল সমান নয়। সে রকম সমাজে ভাল ও খারাপ মানুষ আছে। সমাজে কেউ খারাপ করলে সবাইকে খারাপ বলা যায় না। কাঁঠাল কাঁঠাল গাছে জন্মায়। কাঁঠাল গাছে আম হয় না।
  3. কখনও ভাল মানুষও বিপথে চলে যায়। সঙ্গদোষে মানুষ অনেক খারাপ কাজ করে।
  4. আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, মিউজিক ফেস্টিভ্যাল বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে করব।
  5. রাতে ঘুমাতে পারি না, চিন্তা হয়। ১০০ দিনের কাজের টাকা দিতে পারবো তো?
  6. ১ কোটি ২১ লক্ষ ছেলে-মেয়ে স্কলারশিপ পেয়েছেন।
  7.  স্কিল এডুকেশনে আমরা এক নম্বর
  8. ৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে।
  9. মধ্যপ্রদেশে ব্যাপম হয়েছিল, ওখানকার শিক্ষামন্ত্রীকে এখনও গ্রেফতার করেছে?
  10. বড় বড় ডাকাতরা ডাকাতি করলে ধরা যায় না। পকেটমার পকেটমারি করলে, লোকে তাঁকে ধরে।
  11. সিপিএম আমলে কারও চাকরি খাইনি। সিপিএম আমলের একটা কাগজ খুঁজে পাবেন না। আমাদের আমলে কাগজ আছে বলে তাও ভুলটা ধরা পড়ছে।
  12. বুদ্ধবাবুর কথা মনে আছে- চোরেদের মন্ত্রিসভা?
  13. নেতাজি বলেছিলেন, ভুল করাটাও একটা অধিকার।
  14. কেউ যদি মনে করেন ন্যায়বিচার পাননি, সেই ন্যায়বিচার আমাদের কাছেই পাবেন।
  15. চাকরি প্রসেস করতে সময় লাগে। প্রসেস করতে গিয়ে চাকরির স্কোপ কমে যাচ্ছে।
  16. আমি চাকরি দিতে চাই। কেউ কেউ চাকরি বন্ধ করার জন্য পিআইএল করে। সব কিছুতেই পিআইএল (জনস্বার্থ মামলা)। জীবনটাই পিআইএল করে দিয়েছে।
  17. শিক্ষক দিবসে আপনাদের (শিক্ষকদের) সুস্বাস্থ্য কামনা করছি। আপনাদের দীর্ঘ জীবন কামনা করছি। আমাদের প্রণাম, সালাম, কৃতজ্ঞতা জানাচ্ছি।
  18. ভাল করে ইংরেজি শিখুন, সেই সঙ্গে সব ভাষা শিখুন।
  19. বাবা-মায়েরা হয়তো অনেক কিছু দিতে পারেননি, কিন্তু মানুষের মতো মানুষ তৈরি করেছিলেন। বিভিন্ন রকম উপদেশ দিয়েছিলেন। বাবা-মা, শিক্ষকদের সেই উপদেশে আজও পথ চলছি
  20. রাজনীতি করতাম বলে কলেজে ক্লাস করতাম না। শিক্ষকরা ডেকে নিয়ে গিয়ে ক্লাস করাতেন।
  21. ১৯৯৫ থেকে আমি বই লেখা শুরু করেছি। আমার প্রায় ১২৫টা বই প্রকাশিত হয়েছে। আমি উর্দু, রাজবংশী, সাওতালি ভাষাতেও লিখেছি। সেখান থেকে রাজনীতির অনেক তথ্য নিতে পারেন।
  22. আমি যখন সাংসদ হয়েছিলাম, তখন আমার বয়স কম ছিল। তখন থেকেই বিভিন্ন ঘটনা লিখেছি বইয়ে।
  23. সারা পৃথিবীতে বিভিন্ন জায়গা থেকে বক্তৃতা দিতে ডাকে। সব সময় আমি যেতে পারি না। কিছুক্ষেত্রে আমাকে যেতে দেওয়া হয় না। সে ঠিক আছে।
  24. আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এসেছেন। আমরা পশ্চিমবঙ্গের মানুষের তরফ থেকে বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানাই। ওখানকার শিক্ষকদেরও সম্মান জানাই।
  25. বাচ্চাদের বলব আরও এগিয়ে চলো। চল চল চল ঊর্ধ্ব গগণে বাজে মাদল।
  26. সব মণীষীদের আজকের দিনে সম্মান জানাচ্ছি।
  27. ছাত্র, যুব, শিক্ষক ঐক্য জিন্দাবাদ।