খাস কলকাতায় প্রকাশ্য রাস্তায় তরুণীর শ্লীলতাহানি, ফ্ল্যাটে চলল ভাঙচুর-লুঠপাট

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Aug 16, 2021 | 5:23 PM

Beniapukur: রবিবার রাতেই বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের হয়। বাবা ও মেয়ে থানা থেকে ফেরার পথে ওই তরুণীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।

খাস কলকাতায় প্রকাশ্য রাস্তায় তরুণীর শ্লীলতাহানি, ফ্ল্যাটে চলল ভাঙচুর-লুঠপাট
নিজস্ব চিত্র।

Follow Us

কলকাতা: খাস কলকাতায় তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। বেনিয়াপুকুরের ঘটনা। রবিবার রাতে ওই তরুণীর গাড়িতে ধাক্কা দেওয়া হয়। প্রতিবাদ করলে তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠেছে। এদিকে এই ঘটনায় থানায় গিয়ে তরুণী অভিযোগ জানালে দুষ্কৃতীরা তাঁর বাড়িতেও চড়াও হয় বলে অভিযোগ। দরজা ভেঙে লুঠপাট চালানো, ভাঙচুরের অভিযোগ উঠেছে। তদন্তে বেনিয়াপুকুর থানার পুলিশ।

অভিযোগকারী তরুণী জানান, রবিবার সন্ধ্যায় বেনিয়াপুকুর থানা এলাকাতেই বাড়ি থেকে কিছুটা দূরে তিনি ও তাঁর বাবা রাস্তায় দাঁড়িয়েছিলেন। সেই সময় কয়েকজন যুবক গাড়ি নিয়ে তাঁর বাবাকে ধাক্কা মারে। তারই প্রতিবাদ করেছিলেন বাবা এবং মেয়ে। সেই প্রতিবাদ করাতেই ঘটনাস্থলে বাবা-মেয়েকে ঘটনাস্থলে অশ্রাব্য ভাষায় আক্রমণ করেন অভিযুক্ত যুবকরা। এরপরই তাঁরা ঠিক করেন, পুলিশের কাছে অভিযোগ জানাবেন।

সেইমতো রবিবার রাতেই বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের হয়। বাবা ও মেয়ে থানা থেকে ফেরার পথে ওই তরুণীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। প্রকাশ্য রাস্তায় ওই যুবকরা তাঁর সঙ্গে অভব্য আচরণ করে। এরইমধ্যে বাড়ি ফিরে দেখেন ফ্ল্যাটের দরজা ভেঙে তাঁদের গোটা বাড়ি তছনছ করা হয়েছে। বিভিন্ন আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি বাড়ির আলমারি ভেঙে নগদ বেশ কয়েক লক্ষ টাকা, সোনার গয়না, মূল্যবান সামগ্রী লুঠপাট করা হয় বলে অভিযোগ। বেনিয়াপুকুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগ, যারা এই ঘটনায় যুক্ত সকলেই অভিযোগকারীদের পূর্ব পরিচিত বলে জানতে পেরেছে পুলিশ। শুধু মাত্র প্রতিবাদ করার জন্যই কি এই ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

গত মাসেই গার্ডেনরিচ থানা এলাকায় এক তরুণীর বাড়িতে ঢুকে লুঠপাট ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল। ফাঁকা বাড়িতে একাই ছিলেন ওই তরুণী। সেই সুযোগ নিয়ে ২-৩ জন দুষ্কৃতী ঢুকে লুঠপাট চালায় বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে লক্ষাধিক টাকা নিয়ে পালায় অভিযুক্তরা। এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল লালবাজারের গোয়েন্দা বিভাগ। সাত সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিমে ছিলেন মহিলা আধিকারিকরাও। অভিযোগ দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতারও করে পুলিশ। সেই সময় জানা যায়, ওই তরুণীর পূর্ব পরিচিত ছিল অভিযুক্ত যুবক। প্রশ্ন উঠছে, সম্পর্কে উত্থান পতনের কারণেই কী বেনিয়াপুকুরের ঘটনা? নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে। সবদিক খোলা রেখে তদন্ত করছে পুলিশ। আরও পড়ুন: তৃণমূলের খেলা হবে দিবসে ব্যাজ পরে হাজির থানার ওসি! তুমুল বিতর্ক জলপাইগুড়িতে

Next Article