বুকে তৃণমূলের ব্যাজ! ‘খেলা হবে দিবসের’ অতিথি হয়ে তুমুল বিতর্কে বানারহাটের ওসি
Jalpaiguri: সোমবার রাজ্যজুড়ে পালিত হচ্ছে তৃণমূলের খেলা হবে দিবস। জায়গায় জায়গায় দলীয় কর্মী, সমর্থকরা ফুটবলা পায়ে নিয়ে এই দিবস পালন করছেন।
জলপাইগুড়ি: গোলের বদলে শোরগোল। বানারহাটের গয়েরকাটায় তৃণমূলের খেলা হবে দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে বিতর্কে জড়ালেন পুলিশ। ফুটবল ম্যাচের উদ্বোধনে শাসকদলের ব্যাজ পরে উপস্থিত ছিলেন বিন্নাগুড়ি ফাঁড়ির ওসি কেসাং লামা। তাঁর এই ভূমিকায় নিন্দার ঝড় উঠেছে। সোমবার রাজ্যজুড়ে পালিত হচ্ছে তৃণমূলের খেলা হবে দিবস। জায়গায় জায়গায় দলীয় কর্মী, সমর্থকরা ফুটবলে পা রেখে এই দিবস পালন করছেন। এরকমই এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বানারহাটেও। সেখানে উপস্থিত ছিলেন বিন্নাগুড়ি ফাঁড়ির ওসি কেসাং লামা। দেখা যায় তাঁর উর্দির উপর লাগানো তৃণমূল কংগ্রেসের ব্যাজ। তিনি যেখানে দাঁড়িয়ে তার পিছনে তৃণমূলের দলীয় ব্যানার।
১৬ অগস্ট তৃণমূল কংগ্রেসের খেলা হবে দিবসের ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূলের ব্যাজ পরে বিন্নাগুড়ি ফাঁড়ির ওসি কেসাং লামা হাজির হন। কখনও তাঁকে মাঠে তৃণমূল নেতাদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কখনও আবার তিনি গিয়ে বসেন তৃণমূলের অনুষ্ঠানমঞ্চে। এই ঘটনায় প্রশ্ন উঠেছে তৃণমূলের দলীয় কর্মসূচিতে কী করছিলেন একজন সরকারি আধিকারিক। পুলিশের গায়ে তৃণমূলের ব্যাজই বা কেন? তৈরি হয়েছে তুমুল বিতর্ক। এ প্রসঙ্গে কেসাং লামার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ অনুষ্ঠান যে সরকারি অনুষ্ঠান নয় তা তিনি জানেন না।
খেলা হবে দিবস উপলক্ষে বানারহাট ব্লকের গয়েরকাটা এলাকার সাঁকোয়াঝোড়ায়-১ যুব তৃণমূল কংগ্রেস ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। সেই ম্যাচেরই উদ্বোধন করতে এসেছিলেন বিন্নাগুড়ি ফাঁড়ির ওসি কেসাং লামা। সেখানেই অতিথি অভ্যর্থনায় তৃণমূল কংগ্রেসের ব্যাজ পরানো হয় তাঁকে। এই উদ্বোধনী অনুষ্ঠান সেরে অনুষ্ঠান মঞ্চে গিয়ে বসেন ওসি। সেই মঞ্চে ওসির পিছনেই বিরাট ব্যানার লাগানো হয় তৃণমূলের। যেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লেখা, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব নেত্রী সায়নী ঘোষের ছবি লাগানো। এ নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে জলপাইগুড়ি জেলায়। বিশেষ করে বিজেপি ও সিপিএম অভিযোগ তুলতে শুরু করেছে এ নিয়ে। জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্তকে ফোনে যোগাযোগ করা হলে এই ছবি দেখার পর তিনি কোনও প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন।
প্রাক্তন পুলিশকর্তা অজয় মুখোপাধ্যায়ের স্পষ্ট প্রতিক্রিয়া, এ ধরনের কাজ কোনও পুলিশ কর্মী করতেই পারেন না। সে তিনি উর্দিধারী হোন বা না হোন। এ নিয়ে বিভাগীয় তদন্ত পর্যন্ত হতে পারে। রাজনৈতিক কোনও অনুষ্ঠানে একজন পুলিশ কর্মী আইনশৃঙ্খলার দায়িত্বে থাকতে পারেন। এর বাইরে তার কোনও ভূমিকা থাকতে পারে না। এ প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “কী ভাবে পুলিশ প্রশাসনের রাজনীতিকরণ হচ্ছে এটাই তার প্রমাণ।” আরও পড়ুন: সমবায় ব্যাঙ্কের ক্ষমতা দখলে রাখবে কারা, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ধুন্ধুমারের অভিযোগ