আবেদনে সাড়া আদালতের, ছেলের হত্যা মামলায় যুক্ত হলেন মণীশের বাবা

Jan 06, 2021 | 12:59 PM

গত ৪ অক্টোবর উত্তর ২৪ পরগনার টিটাগড় থানা থেকে সামান্য় দূরে গুলি করে খুন করা হয় বিজেপি নেতা মণীশ শুক্লকে।

আবেদনে সাড়া আদালতের, ছেলের হত্যা মামলায় যুক্ত হলেন মণীশের বাবা
আততায়ীর গুলিতে খুন হন বিজেপি নেতা মণীশ শুক্লা।

Follow Us

কলকাতা: বিজেপি নেতা মণীশ শুক্ল হত্যা মামলায় নয়া মোড়। মামলায় যুক্ত হতে চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন জানান নিহতের বাবা চন্দ্রমণি শুক্ল। বুধবার প্রধান বিচারপতি তাঁকে মামলায় যুক্ত হওয়ার অনুমতি দেন। একইসঙ্গে এদিন রাজ্যকে আগামী শুনানির আগে কেস ডায়ারি ও রিপোর্ট জমা দিতে নির্দেশ দিল আদালত।

আরও পড়ুন: গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাই কোর্ট

গত ৪ অক্টোবর উত্তর ২৪ পরগনার টিটাগড় থানা থেকে সামান্য দূরে গুলি করে খুন করা হয় বিজেপি নেতা মণীশ শুক্লকে। তদন্তে নেমে পুলিস সিসি ক্যামেরায় বেশ কিছু তথ্য পায়। দেখা যায়, ঘটনার সময় মণীশের গাড়িটি বিটি রোডের ধারে দাঁড় করানো ছিল। বেশ কয়েকজনের সঙ্গে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন তিনি। সে সময়ই মোটর বাইকে এসে কেউ খুব কাছ থেকে গুলি চালায় মণীশের উপর।

আরও পড়ুন: পুলিসের ভূমিকায় ক্ষোভ, পথ অবরোধে ৪১ নম্বর রুটের বাস মালিকরা

এই ঘটনায় প্রথম থেকেই রাজনীতির রং লাগে। বিজেপির তরফে দাবি করা হয়, রাজনৈতিক হিংসা চরিতার্থ করতেই এই খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করে সিআইডি। যদিও তদন্তকারীদের রিপোর্টে দেখা যায়, পুরনো শত্রুতার জেরেই মণীশের উপর হামলার ঘটনা। বেশ কয়েকজনের নামও জানতে পারে সিআইডি। ঘটনার ৮৭ দিনের মাথায় ব্যারাকপুর আদালতে চার্জশিট পেশ করে তারা। এখনও অবধি ১০ জনকে গ্রেফতারও করা হয়েছে।

Next Article