Chief Secretary: গোপালিকার মেয়াদ বাড়ল না, নিয়োগ হল নতুন মুখ্যসচিব

Deeksha Bhuiyan | Edited By: সঞ্জয় পাইকার

Aug 31, 2024 | 6:43 PM

Chief Secretary: শনিবার (৩১ অগস্ট) মুখ্যসচিব হিসেবে গোপালিকার বর্ধিত মেয়াদ শেষ হয়। গত তিনমাস ধরে তিনি এক্সটেনশনে ছিলেন। অর্থাৎ চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও তিনমাস এক্সটেনশনে মুখ্যসচিবের দায়িত্ব সামলেছেন গোপালিকা। গোপালিকার বর্ধিত মেয়াদ শেষ হওয়ার পর এদিন নতুন মুখ্যসচিবের নাম ঘোষণা করা হয়।

Chief Secretary: গোপালিকার মেয়াদ বাড়ল না, নিয়োগ হল নতুন মুখ্যসচিব
বিদায়ী মুখ্যসচিব বিপি গোপালিকার সঙ্গে নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ পন্থ (ডানদিকে)

Follow Us

কলকাতা: মুখ্যসচিব পদে বিপি গোপালিকার মেয়াদ কি আরও তিনমাস বাড়বে? গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। তবে গোপালিকার মেয়াদ আরও বাড়াল না কেন্দ্র। ফলে নতুন মুখ্যসচিবের নাম ঘোষণা করল নবান্ন। নতুন মুখ্যসচিব হলেন মনোজ পন্থ। ১৯৯১ সালের আইএএস অফিসার তিনি। আপাতত মুখ্যসচিবের দায়িত্ব সামলাবেন। রাজ্যপালের অনুমোদন সাপেক্ষে শনিবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন।

শনিবার (৩১ অগস্ট) মুখ্যসচিব হিসেবে গোপালিকার বর্ধিত মেয়াদ শেষ হয়। গত তিনমাস ধরে তিনি এক্সটেনশনে ছিলেন। অর্থাৎ চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও তিনমাস এক্সটেনশনে মুখ্যসচিবের দায়িত্ব সামলেছেন গোপালিকা। লোকসভা নির্বাচনের মাঝেই তাঁর অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু, তিনমাসের মেয়াদ বৃদ্ধি করা হয়।

সূত্রের খবর, গোপালিকার মেয়াদ আরও তিনমাস বাড়ানোর জন্য দিল্লিতে ফাইল পাঠানো হয়েছিল। তবে তা অনুমোদন না হওয়ায় রাজ্যপালের অনুমোদন সাপেক্ষে মনোজ পন্থের নাম ঘোষণা করা হয়।

১৯৯১ ব্যাচের আইএএস অফিসার মনোজ পন্থ। গতকালই অর্থসচিব থেকে সেচ ও জলসম্পদ দফতরের অতিরিক্ত সচিব করা হয়। আর এদিন তিনি মুখ্যসচিবের দায়িত্ব পেলেন। নবান্নে বিদায়ী মুখ্যসচিব বিপি গোপালিকা নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ পন্থকে দায়িত্ব বুঝিয়ে দেন।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article