হাওড়া-শালিমার-আসানসোলের একগুচ্ছ ট্রেন বাতিল, দুর্ঘটনার জেরে বদল হচ্ছে রুটও, পুরো তালিকা দেখে নিন

Sayanta Bhattacharya | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 30, 2024 | 8:56 AM

Trains Cancelled: হাওড়া থেকে মুম্বইয়ে যাচ্ছিল ট্রেনটি। মঙ্গলবার ভোর ৩টে ৪৫ নাগাদ রাজখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

হাওড়া-শালিমার-আসানসোলের একগুচ্ছ ট্রেন বাতিল, দুর্ঘটনার জেরে বদল হচ্ছে রুটও, পুরো তালিকা দেখে নিন
ফাইল ছবি

Follow Us

কলকাতা: ফের দুর্ঘটনার মুখে দূরপাল্লার ট্রেন। হাওড়া থেকে মুম্বই যাওয়ার পথে লাইনচ্যুত হল মুম্বইগামী সিএসএমটি মেল। একাধিক যাত্রীর আহত হওয়ার খবর সামনে এসেছে, তবে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই মনে করছে রেল দফতর। যাত্রীদের পরিবার যাতে যোগাযোগ করতে পারে, তার জন্য ইতিমধ্যেই খোলা হয়েছে হেল্পলাইন। চালু করা হয়েছে বেশ কিছু নম্বর। ট্রেনের ১৮টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। এই ঘটনার জেরে কার্যত স্তব্ধ হাওড়া চক্রধরপুর লাইন।

এই রুটে বহু দূরপাল্লার ট্রেন যাতায়াত করে প্রতিদিন। সেরকমই একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। বাতিল ট্রেনের তালিকা দেখে নিন একনজরে:

22861 হাওড়া – কাটপাডি এক্সপ্রেস

08015/18019 খড়গপুর – ধানবাদ এক্সপ্রেস

12021/12022 হাওড়া – বারবিল – হাওড়া এক্সপ্রেস

13512/13511 আসানসোল – টাটা – আসানসোল এক্সপ্রেস

22861- হাওড়া- টিটাগড়- কান্তাবানজি এক্সপ্রেস

08015/18019- খড়্গপুর-ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস

12021/12022- হাওড়া-বারাবিল-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস

যে সব ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে, সেগুলি হল-

12262- হাওড়া-ছত্রপতি শিবাজী দুরন্ত এক্সপ্রেস

12130- হাওড়া- পুনে এক্সপ্রেস

18005- হাওড়া- জব্বলপুর এক্সপ্রেস

12834- হাওড়া- আমেদাবাদ এক্সপ্রেস

18477- পুরী-হৃষিকেশ এক্সপ্রেস

18029- লোকমান্য তিলক কুরলা- শালিমার এক্সপ্রেস

12859- ছত্রপতি শিবাজী-হাওড়া এক্সপ্রেস

12833- আমেদাবাদ- হাওড়া এক্সপ্রেস

13288- আরা-দুর্গ সাউথ বিহার এক্সপ্রেস- (আসানসোল- জয়চণ্ডী পাহাড়- বোকারো- রাউরকেল্লা হয়ে ঘুরে যাবে ট্রেনটি)

Next Article