AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Metro Problem: এক এক স্টেশনে ১৫ থেকে ২০ মিনিট অবধি দাঁড়িয়ে যাচ্ছে! ফের মেট্রোয় ভয়ঙ্কর ভোগান্তি

Metro Problem: প্রতি স্টেশনে মেট্রো প্রায় ১৫ থেকে ২০ মিনিট দেরিতে চলছে, এমনটাই অভিযোগ যাত্রীদের। কারণ সামনের স্টেশন খালি হতে পারছে না। ট্রেন ছাড়তে দেরি হচ্ছে। সবমিলিয়ে শুক্রবার সন্ধ্যায় বিপর্যস্ত মেট্রো পরিষেবা।

Metro Problem: এক এক স্টেশনে ১৫ থেকে ২০ মিনিট অবধি দাঁড়িয়ে যাচ্ছে! ফের মেট্রোয় ভয়ঙ্কর ভোগান্তি
কলকাতা মেট্রো Image Credit: Getty Image
| Edited By: | Updated on: Aug 01, 2025 | 10:00 PM
Share

কলকাতা: ভোগান্তির শেষ এমনিতেই হচ্ছে না। প্রায় ১ বছরের জন্য বন্ধের পথে কবি সুভাষ মেট্রো স্টেশন। এরই মধ্যে আবার শহর কলকাতার অন্যতম প্রধান প্রাণকেন্দ্র বাইপাসেও রাস্তায় নেমেছে ধস। গত ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ব্যাপক যানজট চিংড়িহাটা থেকে রুবি, সায়েন্স সিটি থেকে গোটা বাইপাস জুড়েই। এরইমধ্যে শুক্রবার সন্ধ্যায় ফের একবার চরম ভোগান্তির শিকার মেট্রো যাত্রীরাও।

কবি সুভাষ বিপর্যয়ের তিনদিনের মাথায় ফের বড়সড় ভোগান্তি মেট্রো যাত্রীদের। ক্ষুদিরাম মেট্রো স্টেশনে যাত্রী নামিয়ে কবি সুভাষ মেট্রো স্টেশনে গিয়ে লাইন বদলে আপ লাইনে উঠতে হচ্ছে মেট্রো রেককে। আর তাতেই বাঞ্চিং হয়ে সব মেট্রো দাঁড়িয়ে পড়ল পরপর একের পর এক স্টেশনে। আর তাতেই গুরুতর সমস্যা। সন্ধ্যায় অফিস ছুটির সময় চরম ভোগান্তির শিকার হাজার হাজার মানুষ। এক এক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকছে দীর্ঘক্ষণ। 

প্রতি স্টেশনে মেট্রো প্রায় ১৫ থেকে ২০ মিনিট দেরিতে চলছে, এমনটাই অভিযোগ যাত্রীদের। কারণ সামনের স্টেশন খালি হতে পারছে না। ট্রেন ছাড়তে দেরি হচ্ছে। সবমিলিয়ে শুক্রবার সন্ধ্যায় বিপর্যস্ত মেট্রো পরিষেবা। এখন দেখার হাল কতদিনে বদলায়।