AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MGNREGA: একশো দিনে কি বদলেছে গ্রাম বাংলার হাঁড়ির হাল?

MGNREGA: গ্রামের গরিব মানুষের কর্মসংস্থানের জন্য ২০০৫ সালে তৎকালীন ইউপিএ সরকার মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন পাশ করে। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে এই আইন বাস্তবায়িত হয়। এই আইন অনুসারে একটি সংসার বছরে ১০০ দিন কাজ পাবে।

MGNREGA: একশো দিনে কি বদলেছে গ্রাম বাংলার হাঁড়ির হাল?
একশো দিনের কাজের জেরে কতটা বদলেছে গ্রাম বাংলার অর্থনীতি?
Follow Us:
| Updated on: Jul 06, 2024 | 8:17 PM

কলকাতা: ‘মা, দুটো চাল দিও। ছেলে-মেয়েরা না খেয়ে বসে আছে।’ জীর্ণ শরীর। হাত দুটো বাড়িয়ে ভিক্ষা চাইল। কথাগুলো শুনে চোখ ছলছল করে উঠল বাড়ির গিন্নিমার। ছিন্ন জামা পরা ব্যক্তিকে দেখে মনে হল, সকাল থেকে সে-ও কিছু খায়নি। গিন্নিমা তাঁকে ঘরে বসালেন। খেতে দিলেন। কথায় কথায় গিন্নিমাকে ওই ব্যক্তি বললেন, আগে বিভিন্ন বাড়িতে কাজ করতেন। মাঠে ধান তুলতেন। দিনমজুরি করতেন। এখন আর তেমন কেউ কাজ দেয় না। তাই ভিক্ষা করছেন। এতদূর পড়ে মনে হতে পারে কোনও গল্পের প্লট। সত্যিই কি তাই? ২০০৪ সালে এই বাংলারই ঝাড়গ্রামের আমলাশোলে অনাহারে মৃত্যুর খবর সংবাদের শিরোনামে উঠে এসেছিল। গ্রাম বাংলায় দু-বেলা দু’মুঠো খাবারের জন্য হা-পিত্যেশের ছবি আরও আছে।...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন