Bhai Phonta: সৌগতকে ভাইফোঁটা চন্দ্রিমার, আয়োজন করা হল জমকালো অনুষ্ঠানের

Ranjit Dhar | Edited By: জয়দীপ দাস

Nov 14, 2023 | 8:34 PM

Bhai Phonta: এদিন কর্মসূচিতে এসে জয়নগরের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সৌগত। বলেন, “এটা খুবই দুঃখজনক ঘটনা। তৃণমূলের লোক খুন হয়েছে। দেখতে হবে এর পিছনে কী রয়েছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে।”

Bhai Phonta: সৌগতকে ভাইফোঁটা চন্দ্রিমার, আয়োজন করা হল জমকালো অনুষ্ঠানের
চলছে ভাইফোঁটার অনুষ্ঠান
Image Credit source: TV-9 Bangla

Follow Us

দমদম: সাংসদ সৌগত রায়কে ভাইফোঁটা দিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ফোঁটা দিলেন এলাকার পৌর প্রতিনিধিদের। চন্দ্রিমার থেকে ফোঁটা পেয়ে উচ্ছ্বসিত সৌগত। সৌগতকে ফোঁটা দিতে পেরে খুশি চন্দ্রিমাও। বললেন, “সাংসদ সৌগত রায় তো আমাদের সকলের দাদা। বড় দাদা হিসাবে আমাদের পরিচালনা করেন। তাঁকে ভাইফোঁটা দিয়ে আমরা নিজেরাই সম্মানিত হয়েছি।”

অন্যদিকে সৌগত রায় বলছেন, “অসাধারণ অনুষ্ঠান এটা। সমস্ত কাউন্সিলরদেরই এদিন ফোঁটা দেওয়া হয়েছে। আমরা এখানে আসতে পেরে খুবই খুশি।” প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় নিমতা জোনাকির পুজো মণ্ডপে এই ভাইফোঁটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সৌগত রায়ের পাশাপাশি এসেছিলেন দমদম উত্তর বিধানসভার দুই পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস ও প্রবীর সাহা। তাঁদেরও মঙ্গলফোঁটা দেন মন্ত্রী। 

অনুষ্ঠানে এসেছিলেন উত্তর দমদম ও নিউ ব্যারাকপুরের কাউন্সিলররা। তাঁদেরও ভাইফোঁটা দেন মন্ত্রী। চলে উপহার বিনিময়। চন্দ্রিমা বলেন, পৌর প্রতিনিধিদেরও দেওয়া হয়েছে ফোঁটা। আসলে পৌর প্রতিনিধিদের মাধ্যমে আমার এলাকায় যত ভাই আছেন, “যত দাদা আছেন সকলকেই ফোঁটা দিলাম এই প্রতীকী কর্মসূচির মাধ্যমে। এই বার্তাই দিতে চাইছি। নব ব্যারাকপুর আর উত্তর দমদমের সকলে একসঙ্গে মিলে এই অনুষ্ঠানে সামিল হয়েছি। আমাদের মেয়ে পৌর প্রতিনিধিরাও এতে যোগ দিয়েছেন।” অন্যদিকে এদিন কর্মসূচিতে এসে জয়নগরের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সৌগত। বলেন, “এটা খুবই দুঃখজনক ঘটনা। তৃণমূলের লোক খুন হয়েছে। দেখতে হবে এর পিছনে কী রয়েছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে।”

 

Next Article