Jyotipriya Mallick: ‘যে কেউ অভিযোগ করতেই পারে প্রমাণ কই’, বালুর PA-দের মধ্যে এবার সংঘাত
Jyotipriya Mallick: শুধু তাই নয়, মন্ত্রীর বর্তমান আপ্ত-সহায়ক অমিত দে-ও অভিযোগ করেছিলেন রেশন দুর্নীতির বিষয়ে তিনি কিছু জানেন না। যা জানেন সব প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ। তবে সেই দাবি সবটাই উড়িয়ে দিয়েছেন অভিজিতবাবু।
কলকাতা: ইডি-র নজরে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্তসহায়ক অভিজাৎ দাস। বুধবারের পর ফের বৃহস্পতিবার তলব করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, তাঁকে মন্ত্রীর সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা। এই অভিজিতের বাড়ি থেকেই উদ্ধার হয় মেরুন ডায়রি। সেখানে প্রচুর লেনদেনের প্রচুর হিসাবে রয়েছে বলে খবর। শুধু তাই নয় ‘বালুদা’ নামও লেখা ছিল। এমনকী, মন্ত্রীর বর্তমান আপ্ত-সহায়ক অমিত দে-ও অভিযোগ করেছিলেন, রেশন দুর্নীতির বিষয়ে তিনি কিছু জানেন না। যা জানেন সব প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ। তবে সেই দাবি সবটাই উড়িয়ে দিয়েছেন অভিজিতবাবু।
গতকাল টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “জ্যোতিপ্রিয়র সঙ্গে ২০১৪ পর্যন্ত কাজ করেছি। তিরিশ বছর ধরে ব্যবসা করেছি। দিঘায় আমার কোনও হোটেল নেই।” এরপর সাফ বলেন, “যে কেউ আমার নামে অভিযোগ করতেই পারেন। তবে এর কোনও প্রমাণ নেই।”
প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলার তদন্তে গতকাল মন্ত্রীর মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করা হয় বর্তমান আপ্ত-সহায়ক অমিত দে-কে।তাঁরও আলাদা ভাবে বয়ান রেকর্ড করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। রেশন দুর্নীতি মামলার তদন্তে প্রয়োজনীয় সব দিকগুলি খতিয়ে দেখছেন ইডির অফিসাররা। বার বার ডাক পড়ছে মন্ত্রীর অফিসের প্রাক্তন কর্মী থেকে শুরু করে প্রাক্তন আপ্তসহায়কের।