কলকাতা: প্রবল বৃষ্টি আর চরম দুর্যোগের মুখোমুখি হয়েছে বাংলা (West Bengal)। সাম্প্রতিককালে একবার নয়, একাধিকবার এই পরিস্থিতির শিকার হয়েছে। প্রবল বন্যায় (Flood) এখনও ভাসছে বাংলার একটা বড় অংশ। তাই সিঁদুরে মেঘ দেখলেও এখন ভয় লাগছে। যদিও আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে যে আগামী ২-৩ দিনের মধ্যে বাংলার একাধিক জায়গা থেকে বিদায় নেবে বর্ষা। কিন্তু নতুন করে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ (Depression)। তার জেরেই পুজোর পর বৃষ্টি (Heavy Rain) হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের পশ্চিমাঞ্চল থেকে বর্ষা বিদায় নেবে। তবে, বর্ষা ছাড়াও এ রাজ্যে বৃষ্টি হওয়ার একাধিক কারণ রয়েছে। একটি নিম্নচাপ নতুন করে ঘনীভূত হয়েছে, তার জেরে হতে পারে বৃষ্টি। অষ্টমীর দিন থেকে হালকা ও মাঝারি বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, উত্তর আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যার জেরে ভারী বৃষ্টিপাত, এমনকি ঘূর্ণিঝড়ের মুখেও পড়তে পারে উপকূলবর্তী এলাকাগুলি। আবহাওয়া দফতরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছিল, আগামী ১০ অক্টোবরের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। নিম্নচাপটি তৈরি হওয়ার পর তা ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ ওড়িশা ও অন্ধ্র প্রদেশের উত্তর ভাগে পৌঁছবে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে।
আরও পড়ুন: Durga Puja 2021: ভোট-উৎসবে দ্বিতীয় ঢেউ! শারদোৎসবে করোনা দরজায় কড়া নাড়লে ‘খুনে’র দায় নেবে কে?