এই প্রসঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজলকৃষ্ণ বনিক বলেন, রাজনৈতিক বা সামাজিক কোনও সমাবেশেই অনুমতি দেওয়া উচিৎ নয়। তিনি জানান, গত ৭ দিন ধরে রাজ্যে বেড়ে চলেছে করোনা। তিনি বলেন, যতই ভ্যাকসিন দেওয়া হোক নতুন করে সংক্রমণের সম্ভাবনা থাকছেই। কোনোভাবেই এই ধরনের সমাবেশে উৎসাহ দেওয়া উচিৎ নয়। তাঁর কথায়, বিপর্যয় মোকাবিলা আইন থাকা সত্ত্বেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমাবেশে জন্য প্ররোচিত করা হবে, এটা চলতে পারে না। কেউ এই কাজ করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিৎ বলে মনে করেন তিনি।