Durga Puja Special Train: ভিড়ে ঠাসাঠাসি করতে হবে না, অনেক স্পেশাল লোকাল ট্রেন চলবে পুজোয়

Special Trains: পূর্ব রেলের হাওড়া ডিভিশনে আরও আটটি অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গভীর রাতে ঠাকুর দেখে বাড়ি ফেরা নিয়ে আর চিন্তা থাকবে না এবার। সপ্তমী, অষ্টমী, নবমীর রাতে বেশ কিছু স্পেশাল লোকাল ট্রেন চলবে হাওড়া থেকে।

Durga Puja Special Train: ভিড়ে ঠাসাঠাসি করতে হবে না, অনেক স্পেশাল লোকাল ট্রেন চলবে পুজোয়
আরও স্পেশাল ট্রেন চলবে পুজোয়Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2023 | 7:45 PM

কলকাতা: দুর্গাপুজোর মরশুমে কলকাতার রাস্তায়, অলিতে-গলিতে নামে মানুষের ঢল। শহর ও শহরতলি তো বটেই, জেলাগুলি থেকেও প্রচুর মানুষ আসেন কলকাতায় ঠাকুর দেখতে। পুজোর ঠাকুর দেখার ভিড় সামাল দিতে এবার আরও স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। ট্রেনে যাতে অতিরিক্ত ভিড়ের মধ্যে যাত্রীদের যাতায়াত করতে না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ রেলের। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে আরও আটটি অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গভীর রাতে ঠাকুর দেখে বাড়ি ফেরা নিয়ে আর চিন্তা থাকবে না এবার। সপ্তমী, অষ্টমী, নবমীর রাতে বেশ কিছু স্পেশাল লোকাল ট্রেন চলবে হাওড়া থেকে।

দেখে নিন স্পেশাল ট্রেনের সময়সূচি

  • একজোড়া স্পেশাল ট্রেন চলবে হাওড়া-বর্ধমান মেইন লাইনে (ব্যান্ডেল হয়ে)। হাওড়া থেকে ছাড়বে রাত ১২টা ৪৫ মিনিটে এবং বর্ধমান থেকে ছাড়বে রাত ৯ টা ৪০ মিনিটে।
  • হাওড়া-বর্ধমান কর্ড লাইনেও(ডানকুনি হয়ে) ছুটবে একজোড়া স্পেশাল ট্রেন। হাওড়া থেকে ছাড়বে রাত ১টা ১৫ মিনিটে এবং বর্ধমান থেকে ছাড়বে রাত সাড়ে ১০টায়।
  • এছাড়া হাওড়া-ব্যান্ডেল লাইনেও একজোড়া স্পেশাল লোকাল ট্রেন চলবে। হাওড়া থেকে ট্রেন ছাড়বে রাত ১টায় এবং ব্যান্ডেল থেকে ছাড়বে রাত সাড়ে ১১টায়।
  • শেওড়াফুলি থেকে তারকেশ্বর লাইনেও একজোড়া স্পেশাল ট্রেন চলবে। ট্রেনটি শেওড়াফুলি থেকে ছাড়বে রাত ১২টা ২৫ মিনিটে এবং তারকেশ্বর থেকে ছাড়বে রাত ১১টায়।
  • এছাড়া ০৩০৫১ হাওড়া-বর্ধমান (ব্যান্ডেল হয়ে) মেমু লোকাল, যেটি হাওড়া থেকে রাত ১টা ৫০ মিনিটে ছাড়বে, সেটিও সপ্তমী, অষ্টমী, নবমীর রাতে ব্যান্ডেল পর্যন্ত সব স্টেশনে থামবে।