কলকাতা: পাকা ধানে মই দিয়েছে দানা। জমিতেই পচেছে শাক-সবজি। মাথায় হাত কৃষকদের। উঠেছে ক্ষতিপূরণের দাবি। কিন্তু, কোন পথে তা মিলবে, কবেই বা মিলবে, তা নিয়ে চলছে চাপানউতোর। অবশেষে, এ বিষয়ে এদিন নবান্নে কৃষি এবং পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মূলত সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এবং আবাস যোজনার সমীক্ষার অগ্রগতি নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছিল।
এখনও পর্যন্ত তৈরি হওয়া সরকারি তথ্য বলছে, ঘূর্ণিঝড় দানার প্রভাবে রাজ্যের ৯ লক্ষর বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রশাসনিক সূত্রে খবর, এই ক্ষতিগ্রস্ত কৃষকদের সকলেই রাজ্যের শস্য বীমা প্রকল্পের আওতায় ক্ষতিপূরণ পাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়েই এদিন নবান্নে কৃষি এবং পঞ্চায়েত দফতরের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন মমতা।
বৈঠকের পর কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় জানান, পুজোর আগে ডিভিসির ছাড়া চলে বানভাসি এলাকা এবং সাম্প্রতিক ঘূর্ণিঝড় জনিত দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ এখনও চলছে। এ পর্যন্ত ৬১ লক্ষ ৫৫ হাজার কৃষক ক্ষতিপূরণের জন্য আবেদন জানিয়েছেন। সাম্প্রতিক দুর্যোগ নিয়ে করা সমীক্ষা অনুযায়ী এ পর্যন্ত ৯ লক্ষ ৩৫৪৩ জন ক্ষতিগ্রস্ত কৃষকের সন্ধান পাওয়া গিয়েছে। তাদের সকলকে ক্ষতিপূরণ দেওয়া হবে। যে বীমা সংস্থা সমীক্ষার কাজ চলছে তাদের কাজের গতি নিয়েও এদিন উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তাদের আরও দ্রুত সমীক্ষার কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।