Nabanna: ৩ মাস কেটে গিয়েছে, পুরনো পদে ফিরলেন মাত্র ২০ জন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা
Nabanna: গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। সেইসময় শীর্ষ আদালত নির্দেশ দেয়, অযোগ্য প্রার্থীদের তালিকায় পড়েন না, চাকরিহারাদের মধ্যে এমন অনেকেই হয়তো আগে রাজ্য সরকারের অন্য দফতরে কাজ করতেন। এখন তাঁরা আগের কর্মক্ষেত্রে চাকরির জন্য আবেদন করতে পারেন।

কলকাতা: শিক্ষকতা করবেন বলেই সরকারি চাকরি ছেড়ে এসএসসি দিয়েছিলেন। কয়েক বছর স্কুলে শিক্ষকতাও করেছেন। ২০১৬ সালের এসএসসি-র পুরো প্যানেল সুপ্রিম কোর্ট বাতিল করার পর ফের পুরনো সরকারি চাকরিতে ফিরছেন তাঁরা। শীর্ষ আদালতের নির্দেশ মেনেই চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে যাঁরা আগে সরকারি চাকরি করতেন, তাঁদের পুরনো চাকরিতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য প্রশাসন। এখনও পর্যন্ত ২০ জনকে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে নিয়োগের জন্য সবুজ সংকেত দিয়েছে নবান্ন।
গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। সেইসময় শীর্ষ আদালত নির্দেশ দেয়, অযোগ্য প্রার্থীদের তালিকায় পড়েন না, চাকরিহারাদের মধ্যে এমন অনেকেই হয়তো আগে রাজ্য সরকারের অন্য দফতরে কাজ করতেন। এখন তাঁরা আগের কর্মক্ষেত্রে চাকরির জন্য আবেদন করতে পারেন। ওই আবেদনের ভিত্তিতে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট দফতরকে তাঁদের পদ ফিরিয়ে দিতে হবে। তাঁদের এই পুনরায় কাজে যোগ দেওয়াকে কোনওভাবেই ব্রেক অব সার্ভিস হিসেবে বিবেচনা করা হবে না। তাঁদের নিয়োগের জন্য প্রয়োজনে সুপারনিউমেমারি পোস্ট তৈরির কথাও বলে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনে যেসব শিক্ষক-শিক্ষিকা শিক্ষকতার আগে অন্য সরকারি চাকরি করতেন, তাঁদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু করল রাজ্য।
এখনও পর্যন্ত ২০ জনকে তাঁদের পুরনো পদে নিয়োগে সবুজ সংকেত দিয়েছে নবান্ন। জানা গিয়েছে, স্বরাষ্ট্র, বিদ্যুৎ, বিপর্যয় ও মোকাবিলা দফতরের চাকরি ছেড়ে এই ২০ জন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে শিক্ষক-শিক্ষিকা হয়েছিলেন। প্রশাসনিক সূত্রে খবর, এই ২০ জনের মধ্যে পাঁচজন স্বরাষ্ট্র দফতরের চাকরি ছেড়ে শিক্ষক শিক্ষিকার চাকরিতে যোগ দিয়েছিলেন।
জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার আবেদন জমা পড়েছে পুরনো চাকরিতে পুনর্বহালের জন্য। তাঁদের আবেদনগুলি খতিয়ে দেখে নিয়োগের চিঠি দেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে খবর।
এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে শিক্ষক-শিক্ষিকা নিয়োগে পদক্ষেপ করেছে স্কুল সার্ভিস কমিশন। আগামী ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর এসএসসি-র নিয়োগের পরীক্ষা হবে। ৭ তারিখে নবম-দশম ও ১৪ তারিখে একাদশ-দ্বাদশের পরীক্ষা হবে।

