GTA দুর্নীতির টাকা লেনদেনে হাত ছিল ‘বালুর ক্যাশিয়ারের’! নয়া অভিযোগে হইচই, কে এই ব্যক্তি

GTA Scam: নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তির চিঠিতে উল্লেখ রয়েছে হাবরা পুরসভার কাউন্সিলর বুবাই বোসের নাম। চিঠিতে তিনি লিখেছেন, যে গাড়িতে করে টাকা পয়সার লেনদেন হত, সেই গাড়িটি ব্যবহার করতেন তৃণমূল ছাত্র নেতা তৃণাঙ্কুর। সেখানেই তিনি লিখেছেন, এই টাকা পয়সার লেনদেনে সাহায্য করতেন হাবরা পুরসভার কাউন্সিলর বুবাই বোসও।

GTA দুর্নীতির টাকা লেনদেনে হাত ছিল 'বালুর ক্যাশিয়ারের'! নয়া অভিযোগে হইচই, কে এই ব্যক্তি
জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বুবাই বোসImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Feb 01, 2024 | 3:57 PM

কলকাতা: জিটিএতে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে তৃণমূল ছাত্র পরিষদ নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের। নাম জড়িয়েছে যাদবপুরের ছাত্র নেত্রী রাজন্যার স্বামী প্রান্তিক চক্রবর্তীরও। আর এবার নাম জড়াল ‘বালু-গড়’ হাবরার এক তৃণমূল কাউন্সিলরেরও। সম্প্রতি নাম গোপন রাখতে চেয়ে এক সরকারি আধিকারিক বিচারপতি বিশ্বজিৎ বসু ও তদন্তকারী সংস্থার কাছে একটি তিন পাতার চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতেই উঠে এসেছে একগুচ্ছ নাম।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তির চিঠিতে উল্লেখ রয়েছে হাবরা পুরসভার কাউন্সিলর বুবাই বোসের নাম। চিঠিতে তিনি লিখেছেন, যে গাড়িতে করে টাকা পয়সার লেনদেন হত, সেই গাড়িটি ব্যবহার করতেন তৃণমূল ছাত্র নেতা তৃণাঙ্কুর। সেখানেই তিনি লিখেছেন, এই টাকা পয়সার লেনদেনে সাহায্য করতেন হাবরা পুরসভার কাউন্সিলর বুবাই বোসও। তাঁর দাবি, এই বুবাই আবার রেশন দুর্নীতিতে গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ‘ক্যাশিয়ার’ বলেও পরিচিত।

প্রসঙ্গত, এই বিষয়ে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে আদালত। আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে সিআইডিকে এই বিষয়ে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, জিটিএ-তে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৩১৩ জন শিক্ষকের নিয়োগের জন্য কোনও নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। আর এই গোটা দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় ও বিনয় তামাংয়ের মস্তিষ্ক প্রসূত বলে অভিযোগ করা হয়েছে চিঠিতে।

এদিকে জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে হাবরা পুরসভার কাউন্সিলরের নাম জড়ানোর ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। এই অভিযোগের বিষয়ে টিভি নাইন বাংলার প্রতিনিধি বুবাই বোসের সঙ্গে যোগাযোগ করলে, তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।