AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘শুভেন্দু-মুকুলকে গ্রেফতার করা না হলে আগুন জ্বলবে বাংলায়’

নারদ কাণ্ডে (Narada Case) ফিরহাদ হাকিমের (Firhad Hakim) গ্রেফতারের পরই ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল (TMC) কর্মীরা।

'শুভেন্দু-মুকুলকে গ্রেফতার করা না হলে আগুন জ্বলবে বাংলায়'
নিজস্ব চিত্র
| Updated on: May 17, 2021 | 10:36 AM
Share

কলকাতা: ‘আগুন জ্বলবে বাংলায়….’ নারদ কাণ্ডে (Narada Case) ফিরহাদ হাকিমের (Firhad Hakim) গ্রেফতারের পরই ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল (TMC) কর্মীরা। কেন মুকুল ও শুভেন্দুকে গ্রেফতার করা হল না? প্রশ্ন তৃণমূল কর্মীদের। এই কাণ্ডে সোমবারই ফিরহাদের সঙ্গেই প্রথমে সিবিআই দফতরে তুলে নিয়ে যাওয়া ও পরে গ্রেফতার করা হয় মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়কেও। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মীরা। লকডাউনের দ্বিতীয় দিনে উত্তাল শহর কলকাতা।

সোমবার সকালে নাটকীয়ভাবে বিনা নোটিসে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় সিবিআইয়ের একটি দল। অপর দল পৌঁছয় মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে। নাটকীয়ভাবে তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরিকল্পনা মাফিক এদিন সকালে ফিরহাদ হাকিমের বাড়ির বাইরে মোতায়েন করা হয় প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ফিরহাদের সঙ্গে কথা বার্তা বলেন গোয়েন্দারা। তারপরই তাঁকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয়। বেরনোর সময়ে ফিরহাদ সাংবাদিকদের বলেন, তাঁকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই জানায়, নারদকাণ্ডে চার্জশিট চূড়ান্ত করার আগেই নিজেদের হেফাজতে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। উল্লেখ্য, আজই চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই, আর তার আগেই রীতিমতো নাটকীয়ভাবে এই গ্রেফতারি।

তবে ফিরহাদের বাড়ির সামনে যখন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, ঠিক তখনই ‘ববিদা’র গ্রেফতারির খবর চেতলায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তৃণমূল কর্মী সমর্থক, অনুগামীরা তাঁর বাড়ির সামনে জড়ো হয়ে যান। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। কেন্দ্রীয় বাহিনীকে ঘিরেও চলে বিক্ষোভ। তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, কোনও লকডাউন মানছেন না তাঁরা। বিক্ষোভ চলবে।

বিক্ষোভরত এক কর্মীই প্রশ্ন তোলেন, “শুভেন্দু, মুকুলকে কেন গ্রেফতার করা হল না? যদি ওঁদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হয়, তাহলে গোটা বাংলায় আগুন জ্বলবে।” তৃণমূলের তরফেও প্রশ্ন তোলা হয় একই। কারণ যে কারণ দর্শিয়ে তৃণমূলের তিন বিধায়ক ও প্রাক্তন বিজেপি নেতাকে গ্রেফতার করা হল, সেই কারণে তো অভিযুক্ত মুকুল রায় ও শুভেন্দু অধিকারীও। কারণ তাঁদেরকে দেখা গিয়েছিল সেই ফুটেজে।

আরও পড়ুন: নারদ কাণ্ডে গ্রেফতার ফিরহাদ-শোভন-সুব্রত-মদন

তাহলে প্রশ্ন উঠছে, দল বদলেই কি মিলল ছাড়? এ বিষয়ে অবশ্য আগেই রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব খাঁড়া করেছে তৃণমূল। তৃণমূল নেতা সৌগত রায় বলেন, “মোদী-অমিত শাহর নির্দেশে এসব হচ্ছে। আদালতে মোকাবিলা হবে। রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজ। নির্বাচনে হেরে যাওয়াতেই এমনটা করল ওরা। সিবিআই একটা খাঁচাবন্দি তোতা।” অন্যদিকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছেন। এই গ্রেফতারি অসাংবিধানিক।”

খসড়া তালিকা প্রকাশের আগেই তৃণমূল তালিকা প্রকাশ করল?
খসড়া তালিকা প্রকাশের আগেই তৃণমূল তালিকা প্রকাশ করল?
তালিকায় নাম নেই, কেবল প্রয়োজন এই একটা নথিই
তালিকায় নাম নেই, কেবল প্রয়োজন এই একটা নথিই
১৫ জানুয়ারি পর্যন্ত রোজ বুথে বসতে হবে BLO-দের: কমিশন
১৫ জানুয়ারি পর্যন্ত রোজ বুথে বসতে হবে BLO-দের: কমিশন
মুখ্যমন্ত্রীর কাছে অব্যাহতির ইচ্ছাপ্রকাশ করেন ক্রীড়ামন্ত্রী
মুখ্যমন্ত্রীর কাছে অব্যাহতির ইচ্ছাপ্রকাশ করেন ক্রীড়ামন্ত্রী
SIR: প্লে স্টোরে এই অ্যাপ ডাউনলোড করে খুঁজে নিন আপনার নাম
SIR: প্লে স্টোরে এই অ্যাপ ডাউনলোড করে খুঁজে নিন আপনার নাম
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না