কলকাতা: সদ্য পশ্চিমবঙ্গ সফর সেরে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সপ্তাহেই মধ্যে ফের রাজ্যে এসেছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় নেমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। এদিন তাঁকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। যেহেতু সরকারি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী মোদী তাই, প্রোটোকল মেনেই তাঁকে অভ্যর্থনা জানাতে যান মন্ত্রী। তাঁর মুখোমুখি হয়েই মমতার কথা জিজ্ঞেস করেন মোদী।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুজিত বসু বলেন, আমাকে জিজ্ঞেস করলেন, দিদি কেমন আছেন? বললাম ভাল আছেন। সৌজন্য বিনিয়ম ছাড়া আর তেমন কোনও কথা হয়নি বলেই জানিয়েছেন সুজিত। প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য কামনা করেই বেরিয়ে যান মন্ত্রী। গত ১ মার্চ রাজ্য় সফরে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন মোদী। রাজভবনে বৈঠক হয় ১ মার্চ বিকেলে।
৬ ও ৭ মার্চ দু দিন রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে মোদীর। ৬ তারিখে হাওড়া ময়দান থেকে মেট্রো চালু হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। দেশে প্রথমবার গঙ্গার তলা দিয়ে চলবে সেই মেট্রো। সেই অনুষ্ঠানেও আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। এদিনই বারাসতের কাছারি ময়দানে সভা করার কথা তাঁর। সেই মঞ্চে সন্দেশখালি নির্যাতিতাদের উপস্থিত থাকার কথা। মুখ ঢেকে উপস্থিত থাকতে পারেন সেই মহিলারা। এছাড়া আরও কিছু দলীয় কর্মসূচিও রয়েছে তাঁর।