কলকাতা: আপাতত সুস্থ আছে ন্যাশনাল মেডিক্যালের জখম শিশুটি। শুক্রবার ওয়ার্মারে ঝলসে যায় সদ্যোজাতের দেহ। গুরুতর আহত হয় ১০ দিনের শিশুটি। মায়ের চিৎকার শুনে ছুটে আসেন চিকিৎসকরা। তারপরই গোটা ঘটনা সামনে আসে।
রাজ্য স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানান, গত ৩০ জুন শিশুটির জন্ম হয়। জন্মের পরই তার শরীরে জন্ডিস ধরা পড়ে। তারই চিকিৎসা চলছি। কী ভাবে এই ঘটনা ঘটল, তার রিপোর্ট তৈরি করা হচ্ছে। স্বাস্থ্য ভবন শিশু চিকিৎসার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেয়। এ ক্ষেত্রেও কড়াকড়ির সঙ্গে বিষয়টি দেখা হবে। শনিবার শিশুটির পরিবারের লোকজন জানান, বাচ্চা অনেকটাই সুস্থ আছে।
শুক্রবারের এই ঘটনা মনে করিয়েছে ২০১৫ সালের মেডিক্যাল কলেজের স্মৃতিকে। সে বছর নভেম্বর মাসে এই ওয়ার্মারের উত্তাপে পুড়েই মৃত্যু হয়েছিল দুই সদ্যজাতের। তারপরও প্রায় একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি কার্যত স্বাস্থ্য ব্যবস্থাকেই ফের একবার কাঠগড়ায় তুলে দিচ্ছে। আরও পড়ুন: বড় ঘোষণা! কবে থেকে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ, ২০১৬’র পরীক্ষার্থীদের ভবিষ্যৎই বা কী জানাল কমিশন
শিশুটির পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে তাদের শিশুটিও আরও বড় বিপদে পড়তে পারত। তবে শনিবার শিশুটি আগের থেকে অনেকটাই ভাল থাকায় তাদেরও ক্ষোভ কিছুটা প্রশমিত হয়েছে। তাদের কথায়, এখন নার্সরা আরও বেশি করে বাচ্চাদের খেয়াল রাখছেন। কারও সঙ্গে যেন এমন ঘটনা আর না ঘটে এখন এটাই আবেদন শিশুটির পরিবারের।