Covid Bulletin: এক ধাক্কায় কমল রাজ্যের দৈনিক সংক্রমণ, স্বস্তি কলকাতাতেও
Covid in Bengal: কলকাতায় দৈনিক সংক্রমণ ৫০০-এর নিচে নেমে এসেছে। ৪৯৬ জন গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ জনের।
কলকাতা: দৈনিক সংক্রমণ আরও কিছুটা কমল বাংলায়। গত ২৪ ঘণ্টায় সাড়ে ৪ হাজারের কিছু বেশি করোনা আক্রান্ত হয়েছে রাজ্যে। সোমবার স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক সংক্রমিতের সংখ্যা ৪ হাজার ৫৪৬ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩৭ জনের। সুস্থ হয়ে গত ২৪ ঘণ্টায় বাড়ি ফিরে গিয়েছেন ২০ হাজার ১৫৭ জন। শতাংশের নিরিখে সুস্থতার হার ৯৪.১৭ শতাংশ। কমেছে পজিটিভিটি রেটও। ৮.৮৪ শতাংশ দৈনিক পজিটিভিটি রেট। অবশ্য রবিবার নমুনা পরীক্ষাও কিছুটা কম হয়েছে। ৫১ হাজার ৪২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়।
কলকাতায় দৈনিক সংক্রমণ ৫০০-এর নিচে নেমে এসেছে। ৪৯৬ জন গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ জনের। কলকাতা পুরসভার কনটেনমেন্ট জ়োনের সংখ্যাও এক লাফে ২৯ থেকে কমে ৯ হয়েছে সোমবারই। নতুন কনটেনমেন্ট জ়োনের তালিকায় ৭ নম্বর বরোয় রয়েছে ৫টি কনটেনমেন্ট জ়োন এবং ৮ নম্বর বরোয় রয়েছে ৪টি কনটেনমেন্ট জ়োন।
কোন জেলায় কত আক্রান্ত এক নজরে
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬১ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ১৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১৩ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ৪৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৫৩ জন। মৃত্যু: রবিবার-২, সোমবার-২।
কালিম্পং– গতকাল আক্রান্ত ১৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৪ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭৯ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২৮ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬০ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ৩১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৫৩ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ২৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩৫ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
নদিয়া– গতকাল আক্রান্ত ৩৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭১৭ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
বীরভূম– গতকাল আক্রান্ত ৪৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৩৭ জন। মৃত্যু: রবিবার-৬, সোমবার-২।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭৭ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭০ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৪ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২২ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-১।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১০৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২৭ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-২।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৩৯৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৮৮ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-১।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৫৪ জন। মৃত্যু: রবিবার-২, সোমবার-১।
হাওড়া– গতকাল আক্রান্ত ২২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১২৭ জন। মৃত্যু: রবিবার-৬, সোমবার-২।
হুগলি– গতকাল আক্রান্ত ২৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৭৭ জন। মৃত্যু: রবিবার-২, সোমবার-৪।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৯৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫৩৯ জন। মৃত্যু: রবিবার-৫, সোমবার-১৪।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৪৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৯৭ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-৩।
কলকাতা– গতকাল আক্রান্ত ৯৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫২৭৫ জন। মৃত্যু: রবিবার-১০, সোমবার-৫।
আরও পড়ুন: Abhishek Banerjee: করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে ফলের ঝুড়ি, সঙ্গে অভিষেকের বার্তা