কলকাতা: একদিনে করোনা সংক্রমণ ফের কিছুটা বাড়ল বাংলায়। রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮৭৫ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৮৩৭ জন। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। নমুনা পরীক্ষা ৪১ হাজার ৬৬। পজিটিভিটি রেট ২.১৩ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ হাজার ৬২ জন। শনিবার একদিনের সংক্রমণ ছিল ৮৭২। মৃত্যু হয়েছিল ১৩ জনের। পজিটিভিটি রেট ছিল ২.১২ শতাংশ।
এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলায় কেমন রয়েছে করোনা পরিস্থিতি…
আলিপুরদুয়ার– গতকাল করোনা আক্রান্ত ৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
কালিম্পং– গতকাল আক্রান্ত ৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪। মৃত্যু: শনিবার-১, রবিবার-১।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ২৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
নদিয়া– গতকাল আক্রান্ত ৪৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।
বীরভূম– গতকাল আক্রান্ত ২২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৩০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
হাওড়া– গতকাল আক্রান্ত ৭১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৫ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-১।
হুগলি– গতকাল আক্রান্ত ৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৯ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৫১ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৫ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-১।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৫ জন। মৃত্যু: শনিবার-৩, রবিবার-০।
কলকাতা– গতকাল আক্রান্ত ২১৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২৩ জন। মৃত্যু: শনিবার-৩, রবিবার-২।
আরও পড়ুন: Sanjukta Morcha: কলকাতা-হাওড়ায় একাই লড়বে আব্বাস সিদ্দিকির দল, মোর্চা কি তবে উবেই গেল?