কলকাতা: রাজ্যে সামান্য কমল একদিনে সংক্রমণের (Covid19) হার। শনিবার একদিনে সংক্রমিতের সংখ্যাটা যেখানে ছিল ৯৮০, রবিবার তা কমে দাঁড়িয়েছে ৯১৪। কমেছে পজিটিভিটি রেটও। এদিন পজিটিভি রেট ১.৯৩ শতাংশ। তবে শনিবারের তুলনায় বেড়েছে মৃতের সংখ্যা। শনিবার এ রাজ্যের ১৩ জন করোনার বলি হয়েছিলেন। রবিবার মৃত্যু হয়েছে ১৫ জনের।
রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, গত একদিনে সুস্থ হয়েছেন ৯১৩ জন। সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৭ হাজার ৪১৭টি।
এক নজরে দেখে নিন কোন জেলায় কত সংক্রমণ:
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।
কালিম্পং– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।
নদিয়া– গতকাল আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৮ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।
বীরভূম– গতকাল আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় ১৬ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
হাওড়া– গতকাল আক্রান্ত ৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৩ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
হুগলি– গতকাল আক্রান্ত ৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৪ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৭ জন। মৃত্যু: শনিবার-৫, রবিবার-৬।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৮৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৪ জন। মৃত্যু: শুক্রবার-০, রবিবার-১।
কলকাতা– গতকাল আক্রান্ত ২৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪৪ জন। মৃত্যু: শনিবার-৪, রবিবার-৬।
আরও পড়ুন: Rajib Banerjee Joins TMC: ‘আগেই বলেছিলাম রাজীব বঙ্গ বিজেপির সিলেবাসে নেই’! স্মরণ করালেন শমীক