Corona Update: রাজ্যে নতুন আক্রান্ত ১৯ হাজার ছুঁইছুঁই, কলকাতা ছাড়িয়ে জেলাতেও বাড়ছে সংক্রমণ

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 09, 2022 | 11:38 AM

Corona Update: শুক্রবারের তুলনায় শনিবার করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে, তবে কমেছে নমুনা পরীক্ষার সংখ্যা।

Corona Update: রাজ্যে নতুন আক্রান্ত ১৯ হাজার ছুঁইছুঁই, কলকাতা ছাড়িয়ে জেলাতেও বাড়ছে সংক্রমণ
রাজ্যের সংক্রমণে উদ্বিগ্ন কেন্দ্র। ফাইল ছবি।

Follow Us

কলকাতা : পরপর দুদিনে করোনা আক্রান্তের সংখ্যায় খুব বেশি তফাৎ নেই রাজ্যে। শুক্রবারের থেকে সংক্রমণ বেড়েছে কিছুটা। শনিবার স্বাস্থ্য ভবন থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮০২। শুক্রবার যে সংখ্যাটা ছিল ১৮ হাজার ২১৩। তবে পজিটিভিটি রেট বেড়েছে অনেকটাই। সেই হার ২৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২৯ শতাংশ। একদিনে মৃতের সংখ্যা ১৯।

তবে কলকাতার পাশাপাশি, একাধিক জেলায় জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। কলকাতায় ৭ হাজার পেরিয়েছে দৈনিক সংক্রমণ। সেই সঙ্গে পাল্লা দিয়ে কোভিডের হার বাড়ছে হাওড়া, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতেও। শুধু কলকাতাতেই ৭ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে করোনা বিধি লাগু থাকার পরও নিয়ন্ত্রণে আসছে না সংক্রমণ।

ইতিমধ্যেই জানা গিয়েছে, রাজ্য যত আক্রান্তের নমুনার জিনোম সিকোয়েন্সিং হয়েছে, তাতে দেখা গিয়েছে ৭১ শতাংশই ওমিক্রন পজিটিভ। এমনকি শিশুদের মধ্যেই বেশির ভাগ ক্ষেত্রে এই ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গিয়েছে বলে খবর।

কোন জেলায় কত আক্রান্ত একনজরে

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত জন ৫৬ শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ২৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৭ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৭ জন। শেষ ৩৩ ঘণ্টায় সুস্থ ৩৩ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-১।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ২৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০০ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ২৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৪ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৪১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬১ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

বীরভূম– গতকাল আক্রান্ত ৫৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩৯ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-১।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৭ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৬ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৯৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬০ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৫৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭৬ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১০৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০০৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪১৭ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ১৩৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৬২ জন। মৃত্যু: শুক্রবার-২, শনিবার-৩।

হুগলি– গতকাল আক্রান্ত ৭৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪৫ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-১।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৩১১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৬৮ জন। মৃত্যু: শুক্রবার-৩, শনিবার-৫।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৭০৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৮২ জন। মৃত্যু: শুক্রবার-২, শনিবার-১।

কলকাতা– গতকাল আক্রান্ত ৭৪৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৩৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫৭৩ জন। মৃত্যু: শুক্রবার-৭, শনিবার-৭।

আরও পড়ুন: Corona new variant: ফ্রান্সের নয়া ভ্যারিয়েন্টে ভয় নেই, আশ্বস্ত করল WHO

Next Article