Covid Bulletin: দার্জিলিং, নদিয়ায় ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়ে দ্বিগুণ, রাজ্যে নতুন আক্রান্ত ২২ হাজারের বেশি

Covid Bulletin: পজিটিভিটি রেট কিছুটা কমলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে রাজ্যে। বাড়ল মৃতের সংখ্যাও।

Covid Bulletin: দার্জিলিং, নদিয়ায় ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়ে দ্বিগুণ, রাজ্যে নতুন আক্রান্ত ২২ হাজারের বেশি
রাজ্যের সংক্রমণে উদ্বিগ্ন কেন্দ্র। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2022 | 10:06 PM

কলকাতা:  করোনা পরীক্ষার হার অনেকটাই বাড়ল রাজ্যে। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৭১ হাজারের বেশি। আর সেই সঙ্গে মঙ্গলবারের তুলনায় বাড়ল সংক্রমণও। বুধবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ২২ হাজার ১৫৫। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩ জনের। মৃতের  সংখ্যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা বেশি।

বেশ কয়েকটি জেলায় মঙ্গলবারের তুলনায় করোনা আক্রান্তের সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছে। দার্জিলিং-এর ২২৬ থেকে বেড়ে আক্রান্তের সংখ্যা হয়েছে ৫০০। নদিয়াতেও সংক্রমণ একধাক্কায় বেড়েছে অনেকটাই। ৩৮৫ থেকে ৬৩৫-এ পৌঁছেছে আক্রান্তের সংখ্যা। তবে সার্বিকভাবে পজিটিভিটি রেট কিছুটা কমেছে। বুধবার পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ৩০.৮৬ শতাংশ। এদিকে এ রাজ্যেক করোনা পরিস্থিতিতে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

কোন জেলায় কত আক্রান্ত এক নজরে…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ২২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫০০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৫ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-১।

কালিম্পং– গতকাল আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: রবিবার-০, মঙ্গলবার-০, বুধবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫১ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-২।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৮ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৫৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫০ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৪৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৩৮৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৭ জন। মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার-০।

বীরভূম– গতকাল আক্রান্ত ৬৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭০১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬৯ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২০৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৪ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৮ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৫১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৮ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৫ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৬২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১৮ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-১।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১১০৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-১।

হাওড়া– গতকাল আক্রান্ত ১৮১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৫৫ জন। মৃত্যু: মঙ্গলবার-৩, বুধবার-২।

হুগলি– গতকাল আক্রান্ত ১৩০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১০৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৪০১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫৪৯ জন। মৃত্যু: মঙ্গলবার-৫, বুধবার-৮।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ১৪৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩৪ জন। মৃত্যু: মঙ্গলবার-৩, বুধবার-১।

কলকাতা– গতকাল আক্রান্ত ৬৫৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭০৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯৬৬ জন। মৃত্যু: মঙ্গলবার-৬, বুধবার-৭।

আরও পড়ুন: একদিনে ৫৩ হাজার কোভিড পরীক্ষা ডায়মন্ড হারবারে, পজিটিভিটি রেট সর্বনিম্ন বলে দাবি সাংসদের