AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Industry in West Bengal: রাজ্যের শিল্পোন্নয়ন-কর্মসংস্থানে নতুন করে জোর, ১৮ ডিসেম্বর বড় উদ্যোগের কথা জানালেন অমিত মিত্র

Business Industry Conclave: পর্যটন শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষিভিত্তিক উদ্যোগ, স্টার্টআপ-সহ নানা খাতে সাফল্যের খতিয়ান তুলে ধরা হবে এই কনক্লেভে। পাশাপাশি নতুন প্রকল্প ও বিনিয়োগের পরিকল্পনাও ঘোষণা করতে পারেন উদ্যোক্তারা।

Industry in West Bengal: রাজ্যের শিল্পোন্নয়ন-কর্মসংস্থানে নতুন করে জোর, ১৮ ডিসেম্বর বড় উদ্যোগের কথা জানালেন অমিত মিত্র
হতে চলেছে বড় অনুষ্ঠান Image Credit: Social Media
| Edited By: | Updated on: Oct 31, 2025 | 7:25 PM
Share

কলকাতা: রাজ্যের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থানে জোর। ‘বিজিবিএস (Bengal Global Business Summit)’ এবং ‘নর্থ বেঙ্গল কনক্লেভ’-এর পর এবার শিল্পোদ্যোগীদের নিয়ে বড় উদ্যোগ। আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ’। জানালেন মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা ডঃ অমিত মিত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই কনক্লেভের উদ্বোধন করবেন বলে তিনি জানিয়েছেন। গোটা অনুষ্ঠান হবে ধনধান্য অডিটোরিয়ামে।

অমিত মিত্র বলেন, “এই কনক্লেভে আমরা উন্নয়নমুখী ও বৃদ্ধি-কেন্দ্রিক বিষয়গুলিকেই মূলত সামনে রেখেছি। মুখ্যসচিবের নেতৃত্বে বিভিন্ন দফতরকে একত্রিত করে আলোচনা হয়েছে। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে শিল্প গড়ে তোলা ও রাজস্ব বৃদ্ধির দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।” 

রাজ্যের বিভিন্ন শিল্প সংস্থাও তাদের সাফল্যের পরিসংখ্যানের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথা এই কনক্লেভে তুলে ধরতে চলেছে বলে জানা যাচ্ছে। অমিত মিত্র বলেন, “আমরা চাই সাফল্যের গল্প এবং ভবিষ্যতের সাফল্যের রূপরেখা একসঙ্গে উপস্থাপিত হোক। যেসব শিল্প সংস্থা ইতিমধ্যেই সফল হয়েছে, তারা কীভাবে আরও উন্নতির পথে এগোচ্ছে, সেই চিত্রও এই কনক্লেভে দেখা যাবে।” ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে প্রতিটি দফতরকে এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

পর্যটন শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষিভিত্তিক উদ্যোগ, স্টার্টআপ-সহ নানা খাতে সাফল্যের খতিয়ান তুলে ধরা হবে এই কনক্লেভে। পাশাপাশি নতুন প্রকল্প ও বিনিয়োগের পরিকল্পনাও ঘোষণা করতে পারেন উদ্যোক্তারা। তবে এই কনক্লেভ যে কোনও সামিট নয় তা রীতিমতো জোর দিয়ে জানান অমিত মিত্র। তিনি বলেন, “সামিটে সারা বিশ্বের শিল্পপতিরা আসেন, আর এই কনক্লেভে রাজ্যের শিল্পোদ্যোগীরা তাঁদের অভিজ্ঞতা, বিনিয়োগ, কর্মসংস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এটি হবে একান্তভাবেই রাজ্যের সাফল্যের প্রতিফলন।”