কলকাতা: ততদিনে তৃণমূল লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তবে বিজেপির প্রার্থী নিয়ে তখনও কানাঘুঁষো অনেক কিছুই শোনা যাচ্ছে মেদিনীপুরে। দিলীপ ঘোষ তখনও জানেন না, এবার অন্য ‘খেলা’ হতে চলেছে। জুনের নাম ঘোষণার পর বলেছিলেন, “ওই রকম সুন্দর মানুষ দেখে কেউ আর ভোট দেবে না। সেই অভিজ্ঞতা মানুষের ভালো নয়।” ভোটে জিতে জুন মালিয়ার মুখে শোনা গেল সেই কথাই। তবে মিষ্টিভাষী জুন একটু অন্যভাবে শোনালেন। টিভিনাইন বাংলা ডিজিটালকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জুন মালিয়া বললেন, “বারবার দিলীপদা বলেছেন আমি খুব সুন্দর। আমি খুব খুশি হয়েছি দিলীপদা।”
এর আগে জুন মালিয়া যখন মেদিনীপুরের বিধায়ক ছিলেন, দিলীপ তখন মেদিনীপুর লোকসভার সাংসদ। বিভিন্ন সময় জুনকে নিয়ে নানা মন্তব্য করেছেন দিলীপ। তবে দিলীপের বক্তব্যই দিলীপের ইউএসপি বলে মনে করেন জুন।
জুন মালিয়া বলেন, “দিলীপদার আলাদা মতাদর্শ, আমার আলাদা। তবে উনি খুবই সম্মানীয়। উনি মাঝে মাঝে যা বলেন সেটাই ওনার ইউএসপি। দিলীপদা খুব মন খোলা মানুষ। দিলীপদাকে যেখানে ফেলা হয়েছে সেখানে মেশিনারি নেই। একা তো আর লড়াই সম্ভব নয়।”
তবে জুনের কথায়, “দিলীপদা বলেছেন আমি খুব সুন্দর। দিলীপদা বারবার বলেছেন সুন্দর মুখ দিয়ে কাজ হবে না, সুন্দর মুখ দেখলে মানুষ ভোট দেবেন না। দিলীপদাকে আমি খুব ভালবাসি। কারণ দিলীপদা মন খোলা মানুষ। দিলীপদার সঙ্গে যতবার আমার দেখা হয়েছে, উনি বলেছেন এই তো মেদিনীপুরের বিধায়ক। আমি পাল্টা বলতাম, আমার মেদিনীপুরের এমপি।”
জুন জানান, একবার ত্রিপুরায় দিলীপ ঘোষের সঙ্গে ছবি তুলেছিলেন তিনি, পোস্টও করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর তাতে অনেকে আপত্তিও করেছিল। তবে জুন যে দিলীপ ঘোষের ‘ফ্যান গার্ল’, তাই সব আপত্তি উপেক্ষা করেই পোস্ট করেছিলেন সেই ছবি।
কলকাতা: ততদিনে তৃণমূল লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তবে বিজেপির প্রার্থী নিয়ে তখনও কানাঘুঁষো অনেক কিছুই শোনা যাচ্ছে মেদিনীপুরে। দিলীপ ঘোষ তখনও জানেন না, এবার অন্য ‘খেলা’ হতে চলেছে। জুনের নাম ঘোষণার পর বলেছিলেন, “ওই রকম সুন্দর মানুষ দেখে কেউ আর ভোট দেবে না। সেই অভিজ্ঞতা মানুষের ভালো নয়।” ভোটে জিতে জুন মালিয়ার মুখে শোনা গেল সেই কথাই। তবে মিষ্টিভাষী জুন একটু অন্যভাবে শোনালেন। টিভিনাইন বাংলা ডিজিটালকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জুন মালিয়া বললেন, “বারবার দিলীপদা বলেছেন আমি খুব সুন্দর। আমি খুব খুশি হয়েছি দিলীপদা।”
এর আগে জুন মালিয়া যখন মেদিনীপুরের বিধায়ক ছিলেন, দিলীপ তখন মেদিনীপুর লোকসভার সাংসদ। বিভিন্ন সময় জুনকে নিয়ে নানা মন্তব্য করেছেন দিলীপ। তবে দিলীপের বক্তব্যই দিলীপের ইউএসপি বলে মনে করেন জুন।
জুন মালিয়া বলেন, “দিলীপদার আলাদা মতাদর্শ, আমার আলাদা। তবে উনি খুবই সম্মানীয়। উনি মাঝে মাঝে যা বলেন সেটাই ওনার ইউএসপি। দিলীপদা খুব মন খোলা মানুষ। দিলীপদাকে যেখানে ফেলা হয়েছে সেখানে মেশিনারি নেই। একা তো আর লড়াই সম্ভব নয়।”
তবে জুনের কথায়, “দিলীপদা বলেছেন আমি খুব সুন্দর। দিলীপদা বারবার বলেছেন সুন্দর মুখ দিয়ে কাজ হবে না, সুন্দর মুখ দেখলে মানুষ ভোট দেবেন না। দিলীপদাকে আমি খুব ভালবাসি। কারণ দিলীপদা মন খোলা মানুষ। দিলীপদার সঙ্গে যতবার আমার দেখা হয়েছে, উনি বলেছেন এই তো মেদিনীপুরের বিধায়ক। আমি পাল্টা বলতাম, আমার মেদিনীপুরের এমপি।”
জুন জানান, একবার ত্রিপুরায় দিলীপ ঘোষের সঙ্গে ছবি তুলেছিলেন তিনি, পোস্টও করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর তাতে অনেকে আপত্তিও করেছিল। তবে জুন যে দিলীপ ঘোষের ‘ফ্যান গার্ল’, তাই সব আপত্তি উপেক্ষা করেই পোস্ট করেছিলেন সেই ছবি।