কলকাতা: কলকাতা শহরের বিভিন্ন ফুটপাথ দখল করে বসে রয়েছে একাধিক দোকান। তা নিয়ে প্রশাসনিক সভায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কড়া বার্তার পরই বেআইনি দখলদারি মুক্ত করতে নেমে পড়েছিলেন পুলিশকর্মী থেকে পৌরকর্মীরা। তবে নিউটাউনের অ্যাক্সিস মলের সামনে যেতেই হল বিপত্তি। দোকান উচ্ছেদ করতে যেতেই বিক্ষোভের মুখে পড়তে হল এনকেডিএ কর্মীদের।
নিউটাউনের অ্যাক্সিস মলের সামনের রাস্তার ফুটপাথে গজিয়ে উঠেছে একাধিক অস্থায়ী দোকান। বাঁশ দিয়ে ঘিরে কালো ত্রিপল ও বেঞ্চ দিয়ে দোকানগুলি গড়ে উঠেছে। চা থেকে খাবার। সব কিছুই মেলে সেখানে। অফিস কর্মীদের টুকটাক খাবারের জন্য খুবই জনপ্রিয় দোকানগুলি। তবে সেইগুলি সরিয়ে দেওয়ার নির্দেশ আসতেই এনকেডিএ কর্মীরা। কর্মীরা গিয়েছিলেন এলাকায়।
অভিযোগ, দোকানদার সেই দোকানগুলি ভাঙতে বাধা দেন। তাঁদের দাবি কোনও রকম না জানিয়ে আচমকা এসে তাঁদের জিনিসপত্র ফেলে দেওয়া হয়েছে। যে কারণে তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন। ফেলে দেওয়া হয়েছে চা, আইসক্রিম, দুধ থেকে শুরু করে যাবতীয় জিনিস।মঞ্জুর হোসেন নামে এক দোকানদার বলেন, “আমার এখানে যত জিনিস ছিল সব ছুঁড়ে ফেলে দিয়েছে। দোকান ভেঙে দিচ্ছে। এসে কোনও কথা নেই বলছে দোকান সরাও। এরম আবার হয় নাকি। দীর্ঘদিন ধরে দোকান করে খাচ্ছি। প্রায় ১০ বছর ধরে দোকান করে খাচ্ছি। কোনও নোটিস দেয়নি এসেই বলছে সরা। আমি বললাম একটু সময় দিন। কিছু শুনল না সরিয়ে দিল।” সুশান্ত সর্দার নামে আরও এক দোকানদার বলেন, “দিদি কি বলেছে দোকানের জিনিস ছুড়ে ফেলে দিতে? না খাবার ছুড়ে ফেলে দিতে? দিদি বলেছে ফুটপাথে নতুন দোকান লাগবে না। আমাদের তো ২০ বছরের দোকান। আমাদের খাবার ফেলে দিচ্ছে।” এ দিকে, এই বিক্ষোভের মুখে পড়ে বাধ্য হয়ে ফিরে যেতে হয়েছে এনকেডিএ কর্মীদের। যার জেরে চরম উত্তেজনা তৈরি হয় ওই এলাকায়।