Newtown: নিউটাউনে গেস্ট হাউজ় থেকে উদ্ধার মহিলার দেহ, আটক পুরুষসঙ্গী
Newtown: উত্তর দিনাজপুরের বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল ও ইতিকা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে গৌরাঙ্গনগরের একটি গেস্ট হাউজ়ে ওঠেন। সোমবার রাতেই তাঁরা গেস্ট হাউজ়ে ঘর ভাড়া নেন।

কলকাতা: নিউটাউনে গেস্ট হাউজ় থেকে উদ্ধার মহিলার দেহ। ওই মহিলাকে তাঁর পুরুষ সঙ্গীই খুন করেছেন বলে প্রাথমিকভাবে অভিযোগ উঠছে। প্রাথমিকভাবে পুলিশ তদন্তে জানতে পেরেছে, বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। আপাতত ওই মহিলার পুরুষ সঙ্গীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ইতিকা মণ্ডল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল ও ইতিকা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে গৌরাঙ্গনগরের একটি গেস্ট হাউজ়ে ওঠেন। সোমবার রাতেই তাঁরা গেস্ট হাউজ়ে ঘর ভাড়া নেন। জানা যাচ্ছে, মঙ্গলবার সকালেই বিশ্বজিৎ তাঁর পরিচিত একজনকে ফোন করে বলেন ইতিকা খুন হয়েছেন। তারপরই থানায় খবর যায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। বিশ্বজিতকে আটক করে পুলিশ।
তবে ওই গেস্ট হাউজ় নিয়ে এলাকাবাসীর মধ্যে প্রচুর পরিমাণ ক্ষোভ রয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যেই কীভাবে একটি গেস্ট হাউজ় চলতে পারে, তা নিয়ে প্রশ্ন তোলেন এলাকাবাসী। এক স্থানীয় বাসিন্দা বলেন, “২ বছর ধরে এই গেস্ট হাউজ় চলছে। আমরা বারবার ধরে মালিককে বলেছি। কিন্তু উনি কোনও কথা শোনেননি। যারাই প্রতিবাদ করে, তাদের বিরুদ্ধে কেস দেয়। এলাকার মন্দির কমিটির বিরুদ্ধেও কেস দিয়েছে। ছোট ছোট বাচ্চারা স্কুল ব্যাগ নিয়ে আসে, ৩-৪ ঘণ্টার জন্য রুম ভাড়া নিয়ে, সময় কাটিয়ে চলে যায়। এলাকারই তো পরিবেশ খারাপ হচ্ছে।” জানা গিয়েছে, ওই গেস্ট হাউজ়ের মালিক হিমাংশু পাল। এলাকাবাসীর দাবি, তিনি নিজেকে চিকিৎসক বলে পরিচয় দেন।

