কলকাতা: কালীপুজো, দিওয়ালি ও ছটপুজো উপলক্ষে রাত্রিকালীন কড়াকড়িতে ছাড় ঘোষণা নবান্নের। শুক্রবারই নবান্নের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কালীপুজো উপলক্ষে ২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত এবং ছটপুজো উপলক্ষে ১০ ও ১১ নভেম্বর রাত্রিকালীন কোনও কড়াকড়ি থাকবে না।
করোনা কালে বিধিনিষেধের যে নির্দেশিকা নবান্ন জারি করেছিল তার মেয়াদ শেষ হচ্ছে ৩০ অক্টোবর শনিবার। রবিবার থেকে নতুন বিধি নিষেধ। বহু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলাচলও শুরু হবে আবার। তবে রাত্রিকালীন যে বিধি নিষেধ অর্থাৎ রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া যান চলাচল এবং সাধারণ মানুষের বাইরে বেরোনো তা নিষিদ্ধই থাকছে ৩০ নভেম্বর পর্যন্ত।
তবে ব্যতীক্রম হবে উৎসবের দিনগুলি। কালীপুজো, ছটপুজো উপলক্ষে মোট ছ’দিন রাতেও রাস্তায় বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। একই সঙ্গে ৩১ অক্টোবর থেকে সিনেমা হল, থিয়েটার হল, সদন, মঞ্চ, অডিটরিয়াম, স্টেডিয়াম, শপিংমল, মার্কেট কমপ্লেক্স, রেস্তোরাঁ, স্পা, জিমও খোলা যাবে ৭০ শতাংশের উপস্থিতিতে। রাত ১১টার পর কোনও মতেই এগুলি খোলা রাখা যাবে না।
বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে জমায়েতের (Indoor Gathering) ক্ষেত্রেও ৭০ শতাংশ অবধি অনুমতি দেওয়া হয়েছে। বিয়ে, সিনেমার শুটিং, টেলিভিশনের কোনও অনুষ্ঠান কিংবা অডিয়ো রেকর্ডিং অনুষ্ঠানে ৭০ শতাংশের উপস্থিতিতে অনুমতি দেওয়া হয়েছে। আউটডোর অ্যাকটিভিটির ক্ষেত্রে সিনেমার শুটিং কিংবা টেলিভিশনের অনুষ্ঠানের জন্য সমস্ত রকম কোভিড বিধি মেনে কাজ করতে হবে।
সরকারি অফিসের ক্ষেত্রে এমার্জেন্সি ও অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্তদের ১০০ শতাংশ উপস্থিতি নিয়ে কাজ চালানোর অনুমতি দেওয়া হয়েছে। নন এমার্জেন্সি ও নন এসেনশিয়াল সার্ভিসের ক্ষেত্রে ৫০ শতাংশের উপস্থিতিতে অনুমতি দেওয়া হয়েছে। তবে সর্বক্ষেত্রেই সমস্তরকম কোভিড বিধি মেনে চলতে হবে। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার আগের মতোই নিয়ম মেনে করতে হবে। অতিমারি আইন কোনও ভাবে ভাঙা হলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন, নবান্নের নির্দেশাবলিতে উল্লেখ রয়েছে তারও।
তবে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে কালীপুজো কিংবা ছট পুজোয় রাত্রিকালীন নিষেধাজ্ঞা শিথিল করার কি খুব প্রয়োজন ছিল। দুর্গাপুজোতেই দেখা গিয়েছে রাত জেগে মানুষের উৎসবে ভেসে যাওয়ার ভয়ঙ্কর সেই প্রবণতা। এরপরই হু হু করে বেড়েছে করোনার প্রকোপ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সে ক্ষেত্রে ১১ টা অবধিই না হয় এ বছরটা মানুষ পথে নামতেন। আনন্দ উচ্ছ্বাস কি খুব কম হয়ে যেত তবে?
আরও পড়ুন: পাঁচ মাস পর ‘খাতায়-কলমে’ চালু হচ্ছে লোকাল ট্রেন
আরও পড়ুন: কোনওরকম বাজিই ফাটানো যাবে না, সবুজ বাজিও নিষিদ্ধ করল আদালত
আরও পড়ুন: গোয়াতেও শুরু হল ‘খেলা’, তৃণমূলে যোগ দিলেন লিয়েন্ডার পেজ