School Reopening: কেউ করোনা আক্রান্ত হলে বন্ধ থাকবে স্কুল? ঘণ্টা কয়েকের মধ্যেই সিদ্ধান্ত বদল শিক্ষা দফতরের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 30, 2021 | 9:04 PM

School Reopening: বুধবারই মুখ্যমন্ত্রী শিক্ষা দফতরের সচিব মণীশ জৈনকে নির্দেশ দেন, করোনা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তাতে খেয়াল রাখতে হবে।

School Reopening: কেউ করোনা আক্রান্ত হলে বন্ধ থাকবে স্কুল? ঘণ্টা কয়েকের মধ্যেই সিদ্ধান্ত বদল শিক্ষা দফতরের
করোনা বিধি মেনেই স্কুল খোলার কতা বলছেন চিকিৎসকেরা। (ফাইল ছবি)

Follow Us

কলকাতা : বুধবারই মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রয়োজনে আবারও স্কুল বন্ধ করা হতে পারে। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা প্রকাশ করে তিনি শিক্ষা সচিবকে পরিস্থিতির ওপর নজর রাখতেও বলেছেন। তবে বৃহস্পতিবার রাজ্য স্কুল শিক্ষা দফতরের নির্দেশে জানানো হয়, স্কুলে কোনও পড়ুয়া বা শিক্ষক-শিক্ষিকা করোনা আক্রান্ত হলে স্কুল বন্ধ করার প্রয়োজন নেই। জেলায় পর্যবেক্ষকদের এই নির্দেশিকা পাঠানোর কয়েক ঘণ্টা পরই তা বাতিল করা হল। স্কুল বন্ধ করা হবে কি না, সে ব্যাপারে কোনও স্পষ্ট নির্দেশ দেওয়া হল না।

কী বলা হয়েছিল প্রথম নির্দেশিকা?

বৃহস্পতিবার শিক্ষা দফতরের তরফ থেকে জেলাগুলির পর্যবেক্ষকদের বিশেষ নির্দেশিকা দেওয়া হয়। নির্দেশিকায় বলা হয়, স্কুলের কোনও পড়ুয়া বা শিক্ষক-শিক্ষিকা আক্রান্ত হলে স্কুল বন্ধ করার প্রয়োজন নেই। করোনার চিকিৎসা করানোর পর নেগেটিভ রিপোর্ট এলে, তবেই তাঁরা ফের স্কুলে যোগ দিতে পারবেন বলে উল্লেখ করা হয়।

কয়েক ঘণ্টা পর বাতিল নির্দেশিকা

প্রথম নির্দেশিকা প্রকাশের ঘণ্টা কয়েক পরই তা বাতিল করা হয়। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্কুলের কোনও সদস্য করোনা আক্রান্ত হলে স্কুল বন্ধ করার প্রয়োজন নেই বলে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল, তা বাতিল করা হল।

প্রথম নির্দেশিকায় বলা হয়, কারও যদি জ্বর, সর্দির মতো করোনার উপসর্গ দেখা দেয়, তাহলে স্কুল কর্তৃপক্ষকে তা ওপরমহলে জানাতে হবে। তাঁকে করোনা পরীক্ষা করাতে হবে ও স্কুলে আসা চলবে না। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে, তবেই স্কুলে আসতে পারবেন তিনি।

কেউ যদি করোনা আক্রান্ত হন, তাহলে তাঁকে যথাযথ চিকিৎসা করিয়ে নেগেটিভ রিপোর্ট আসার পর স্কুলে আসতে হবে। চিকিৎসকের পরামর্শ নিয়েই স্কুলে আসতে পারবেন তিনি। এ ছাড়া আক্রান্তের খোঁজ মিললে নিয়ম মেনে স্কুলঘর, আসবাব সব স্যানিটাইজ করতে হবে। তবে কেউ আক্রান্ত হলে স্কুল বন্ধ করার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।

স্কুল বন্ধ করার পরিকল্পনা

করোনা সংক্রমণ যদি বাড়ে, তাহলে আবার কিছুদিনের জন্য স্কুল- কলেজ বন্ধ করতে হবে। বুধবার প্রশাসনিক বৈঠক থেকে এমনটাই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি শিক্ষা দফতরের সচিব মণীশ জৈনকে নির্দেশ দেন, করোনা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তাতে খেয়াল রাখতে হবে। মমতা বলেন, ‘থার্ড ওয়েভ আসছে। ওমিক্রনও হচ্ছে। এই সময় স্কুল, কলেজ খোলা রাখা যায় কি না, তা দেখতে হবে।’ সামনেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে বলেও উল্লেখ করেন মমতা।

করোনা আক্রান্ত হচ্ছেন পড়ুয়ারাও

রায়গঞ্জে সম্প্রতি আক্রান্ত হয় একটি স্কুলের পড়ুয়ারা। জানা গিয়েছে, এক ছাত্রীর কোভিড পজিটিভ রিপোর্ট আসায় জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশে তাকে স্কুল থেকে বাড়ি ফেরত পাঠানো হয়। এরপর ওই ক্লাসের পড়ুয়া এবং শিক্ষকদের টেস্ট করানো হলে আরও দুই পড়ুয়ার রিপোর্ট পজ়িটিভ আসে। এর ফলে মোট তিন জন আক্রান্ত হয় ওই স্কুলে। স্কুলের পঠন-পাঠন বন্ধ করে দেওয়া হয়। স্যানিটাইজ় করা হয় গোটা স্কুল। বাকি পড়ুয়াদের স্কুলে আসতে বারণ করা হয়।

জয়নগর থানার দক্ষিণ বারাসত শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয়েও কয়েকদিন আগে একই ঘটনা প্রকাশ্যে আসে। স্কুলের দুই শিক্ষক করোনা সংক্রামিত হওয়ার পরও রীতিমত ক্লাস নিতে থাকেন তাঁরা। পরে অবশ্য তাদের বাড়ি পাঠানো হয়।

আরও পড়ুন: Covid Update: বিপদসঙ্কেত! বাংলায় একদিনে ২ হাজারের বেশি সংক্রমণ! কলকাতাতেই ১ হাজার পার

Next Article