কোভিড রোগীর দেহ দাহ করতে লাগবে ৩-৪ হাজার টাকা না দিলে ফেরত পাঠানো হচ্ছে বডি! খড়দহে বিস্ফোরক অভিযোগ

May 13, 2021 | 5:20 PM

খোদ খড়দার (Khardha) নাথুপাল শ্মশান ঘাটে রমরমিয়ে চলছে এই দালালদের ব্যবসা।

কোভিড রোগীর দেহ দাহ করতে লাগবে ৩-৪ হাজার টাকা না দিলে ফেরত পাঠানো হচ্ছে বডি! খড়দহে বিস্ফোরক অভিযোগ
নিজস্ব চিত্র

Follow Us

খড়দহ: অতিমারি পরিস্থিতির মধ্যেও অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি, টাকা দিয়ে হাসপাতালের বেড পাওয়ার খবর প্রকাশ্যে আসছে। তবে এসবের মাত্রা ছাড়াল করোনায় মৃত্যু রোগীর দেহ নিয়েও দালালির খবর। খোদ খড়দার (Khardha) নাথুপাল শ্মশান ঘাটে রমরমিয়ে চলছে এই দালালদের ব্যবসা।

খরদহ পৌরসভার অন্তর্গত নাথুপাল শ্মশান ঘাট। এখানে রাত ১১ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত সরকারি হাসপাতালের কোভিড রোগীদের দেহ সৎকার হয়। পানিহাটি, সাগর দত্ত হাসপাতালের শববাহী গাড়ির চালকদের অভিযোগ, কোভিড মৃতদেহ রাতে নিয়ে গেলেও তাঁদের কাছ থেকে ৩-৪ হাজার টাকা করে চাওয়া হচ্ছে।

যাঁরা দিচ্ছেন তাঁদের মৃতদেহ সৎকার হচ্ছে। আর যাঁরা দিতে পারছেন না, তাঁদের ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। নিরুপায় চালকরা বাধ্য হয়েই কোভিড মৃতদেহ শ্যামনগর রত্নেশ্বর শ্মশান ঘাটে নিয়ে গিয়ে সৎকার করতে বাধ্য হচ্ছেন। মৃতদেহ সৎকার নিয়ে শ্মশানে গজিয়ে উঠেছে দালালচক্র।

আরও পড়ুন: বড়খবর: অন্তঃসত্ত্বা কিংবা সদ্যোজাত সন্তানের মায়েরা কি আদৌ করোনার টিকা নিতে পারবেন? প্রকাশ্যে সত্যতা

এক ভুক্তভোগীর কথায়, “ডোম চাইছে ৩-৪ হাজার টাকা। কোথায় পাব? নাজেহাল হয়ে যাচ্ছি। অনেকেই ডোমেদের পায়ে পড়ছে।” অভিযুক্ত এক জনের বক্তব্য, “মিথ্যা অভিযোগ। আমাদের শ্মশানে কোনও বার্নিং চার্জই নেওয়া হয় না। সবই ফ্রি।” এ প্রসঙ্গে খড়দহ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু চৌধুরী বলেন, “আমার কাছে অভিযোগ এসেছে। খতিয়ে দেখছি। ঘটনাস্থলে গিয়েছিলাম।”

Next Article