কলকাতা: ফের টুইটারে বিস্ফোরক রাজ্যপাল জগদীপ ধনখড়। এবার তৃণমূল সাংসদ সৌগত রায়কে চিঠি লিখলেন রাজ্যপাল। বর্ষীয়ান সাংসদকে আত্ম অনুসমীক্ষার পরামর্শও দিলেন তিনি। গত বুধবারই তৃণমূল সাংসগ সৌগত রায় দাবি করেছিলেন, রাজ্যপাল তাঁকে টেক্সট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা লেখেন। সাংসদের সেই দাবি উড়িয়ে দিয়ে এদিন পাল্টা চিঠি পাঠান রাজ্যপাল।
বৃহস্পতিবার নিজেই টুইটারে এই চিঠির কথা তুলে ধরেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপালের দাবি, সৌগত রায় তাঁর বিরুদ্ধে নিয়মিত টেক্সট করার অভিযোগ তুলেছেন। এমনকী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই টেক্সট করা হয়। সাংসদের এই দাবি একেবারে ভিত্তিহীন বলেই এদিন লেখেন রাজ্যপাল। একইসঙ্গে সৌগত রায়ের প্রতি ধনখড়ের পরামর্শ, তিনি যেন আত্মসমীক্ষা করেন।
সৌগত রায়ের বক্তব্যের পাল্টা কোন দিন সৌগত রায়ের সঙ্গে কী কথা হয়েছে তাও প্রকাশ্যে আনেন রাজ্যপাল। এই মর্মে সৌগত রায়কে চিঠিও লিখেছেন তিনি। রাজ্যপালের বক্তব্য, ১৬ মে সৌগত রায়কে রাজভবনে আসার আমন্ত্রণ জানান রাজ্যপাল। আমন্ত্রণপ্রাপ্তির কথাও জানিয়েছিলেন সৌগত রায়।
The least expectation @SaugataRoyMP @LokSabhaSectt @AITC is to withdraw his statement “Governor Sending Me Texts Against Mamata Banerjee Every Day” now that entire WhatsApp exchange has been revealed.@ndtv @ANI @TimesNow @PTI_News @abpanandatv @republic @ZeeNews @aajtak pic.twitter.com/q2xpGtXSxR
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 30, 2021
২৩ মে সৌগত রায়কে একটি ভিডিয়ো পাঠান রাজ্যপাল। যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সব থানায় রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করার কথা বলছিলেন। এর কোনও প্রতিক্রিয়া আসেনি সৌগত রায়ের কাছ থেকে। এরপর ১৯ ডিসেম্বর ও ২৭ ডিসেম্বরের কথাও জানিয়েছেন রাজ্যপাল।
তৃণমূল সাংসদের বক্তব্য ছিল, “রাজ্যপাল প্রতিদিন যা করছেন টুইট করে, তাতে রাজ্যপালের পদের অমর্যাদা করছেন। আমি তাঁর কাছে আবেদন করেছি, যাতে তিনি এর থেকে বিরত থাকেন। কিন্তু তিনি (রাজ্যপাল) তা না করে আমার কাছে হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দা করে। আমি ওনার হোয়াটস্অ্যাপের জবাব দিতে চাই না। দিলেই তিনি সেটা আবার প্রকাশ করে দেবেন। কিন্তু ওনাকে আমি মুখে বলেছি যে আপনি এগুলো করবেন না। এগুলো আমাদের পক্ষে, তৃণমূল কংগ্রেসের লোক হিসেবে সহ্য করা সম্ভব নয়। কিন্তু তিনি থামছেন না।”
রাজ্য–রাজ্যপাল তরজা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার পর থেকেই বিভিন্ন ইস্যুতে রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন। কখনও শাসক দলের সঙ্গে সরাসরি আবার কখনও মুখ্যমন্ত্রীর সঙ্গে পত্রযুদ্ধ। একের পর এক ইস্যুতে টুইট বাণে বিদ্ধ করেছেন রাজ্য সরকারকে। পাল্টা মুখ্যমন্ত্রীও একাধিকবার স্মরণ করিয়ে দিয়েছেন, রাজ্যপালকে তার সাংবিধানিক গণ্ডীর মধ্যে থেকেই কাজ করা উচিৎ। নবান্ন–রাজভবন এই চাপান উতোরের মধ্যে বুধবার সৌগত রায় যে অভিযোগ, রাজ্য়পালের বিরুদ্ধে করছেন, তা রাজ্য রাজনীতির নিরীখে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Saltlake Blast: বিধাননগর ভোটের আগে বিস্ফোরণে কাঁপল সল্টলেক! জখম দুই শিশু