AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WBPDCL Project: বাংলায় ডাক পেয়েছে ইউরোপের অন্যতম বড় সংস্থা, নেপথ্যে WBPDCL

WBPDCL Project: ডব্লিউবিপিডিসিএল সূত্রের খবর, পোল্যান্ডের সংস্থা জেএসডব্লিউ যাদের আন্তর্জাতিক ক্ষেত্রে ভূ-গর্ভস্থ ক‍য়লা উত্তোলনের অভিজ্ঞতা রয়েছে। এদিকে দেউচা‑পাঁচামি কয়লা ব্লকটি দেশের অন্যতম বৃহৎ প্রাকৃতিক সম্পদ তথা ব‍্যাসল্ট এবং কয়লায় সমৃদ্ধ।

WBPDCL Project: বাংলায় ডাক পেয়েছে ইউরোপের অন্যতম বড় সংস্থা, নেপথ্যে WBPDCL
জোরকদমে শুরু হতে চলেছে কাজ
| Edited By: | Updated on: Jul 17, 2025 | 11:33 PM
Share

কলকাতা: বীরভূমের দেউচা‑পাঁচামি প্রকল্পে ভূগর্ভস্থ কয়লা খননের জন্য ছ’টি সংস্থাকে প্রাথমিকভাবে বেছে নিল ডব্লিউবিপিডিসিএল (WBPDCL)। ডাক পেয়েছে পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা। এই সংস্থা ইউরোপের অন্যতম বৃহৎ কয়লা উত্তোলনকারী সংস্থা হিসাবেও পরিচিত। এই সংস্থা ছাড়াও আরও ৫ সংস্থা প্রাথমিকভাবে দরপত্রে ডাক পেয়েছে বলে খবর। 

ডব্লিউবিপিডিসিএল সূত্রের খবর, পোল্যান্ডের সংস্থা জেএসডব্লিউ যাদের আন্তর্জাতিক ক্ষেত্রে ভূ-গর্ভস্থ ক‍য়লা উত্তোলনের অভিজ্ঞতা রয়েছে। এদিকে দেউচা‑পাঁচামি কয়লা ব্লকটি দেশের অন্যতম বৃহৎ প্রাকৃতিক সম্পদ তথা ব‍্যাসল্ট এবং কয়লায় সমৃদ্ধ। তাই প্রাকৃতিক বৈচিত্রের কথা মাথায় রেখে এই ক্ষেত্রে অভিজ্ঞ সংস্থার হাতেই কাজ দিতে চাইছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। 

দেউচা‑পাঁচামিতে প্রায়  দু’হাজার একশো কোটি টন কয়লা মজুত রয়েছে। যদিও ব‍্যাসল্টের স্তর রয়েছে প্রায় একশো থেকে দুশো মিটার। তারপরে রয়েছে কয়লার স্তর। সেই পাথর খননের কাজ ইতিমধ্যেই শুরু করেছে জেএসডব্লিউ। সেই কাজে গতি আনতেই এবার আরও বড় মাপে কাজ হতে চলেছে বলে মত ওয়াকিহবহাল মহলের।