Suvendu Adhikari: সোমে বিধায়কদের নিয়ে CEO দফতরে যাবেন শুভেন্দু, বড় অভিযোগ বিরোধী দলনেতার
Suvendu Adhikari on SIR: এসআইআর-র সঙ্গে একাধিক কর্মী, অফিসারের বিরুদ্ধে গত কয়েকদিনে বারবার সরব হয়েছেন বিরোধী দলনেতা। বিএলও-দের একাংশ পক্ষপাতমূলক আচরণ করছেন বলে অভিযোগ। মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তা নিয়ে শুভেন্দুরা অভিযোগ জানাবেন বলে জানা গিয়েছে।

কলকাতা: রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকেই বিএলও-দের একাংশের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। বিহারে বিএলও-দের গ্রেফতার করা হয়েছে বলে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে। এবার বিএলও-দের একাংশে বিরুদ্ধে অভিযোগ-সহ একাধিক দাবিতে বিজেপি বিধায়কদের নিয়ে সিইও দফতরে যাচ্ছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সিইও দফতরে গিয়ে তিনি ডেপুটেশন দেবেন বলে জানা গিয়েছে।
সোমবার সকাল ১১ টায় বিজেপি বিধায়কদের বিধানসভায় আসতে বলেছেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যাবেন শুভেন্দুরা। বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, অবৈধ ভোটারের নাম যাতে কোনওভাবে তালিকায় না থাকে, এই দাবি জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করবেন তাঁরা। এসআইআর সংক্রান্ত যেসব সমস্যা দেখা দিয়েছে, সেগুলিও মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে শুভেন্দুরা তুলে ধরবেন বলে জানা গিয়েছে।
এসআইআর-র সঙ্গে একাধিক কর্মী, অফিসারের বিরুদ্ধে গত কয়েকদিনে বারবার সরব হয়েছেন বিরোধী দলনেতা। বিএলও-দের একাংশ পক্ষপাতমূলক আচরণ করছেন বলে অভিযোগ। মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তা নিয়ে শুভেন্দুরা অভিযোগ জানাবেন বলে জানা গিয়েছে। অনুপ্রবেশকারী, বাংলাদেশিদের নাম রেখে দেওয়া হচ্ছে বলে সরব শুভেন্দু। এই নিয়ে সরাসরি রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে নিশানা করেন বিরোধী দলনেতা। মুখ্যসচিবের নেতৃত্বেই বাংলাদেশি, অনুপ্রবেশকারীদের নাম রেখে দেওয়া হচ্ছে বলে তাঁর অভিযোগ। এদিন তিনি বলেন, ২৫-৩০ লক্ষ অনুপ্রবেশকারী, বাংলাদেশির নাম রেখে দেওয়া হয়েছে। যাঁরা এই কারচুপি করেছেন, কেউ ছাড়া পাবেন না বলেও হুঁশিয়ারি দেন। এসআইআর প্রক্রিয়ায় রাজ্য সরকার সাহায্য করছে না বলেও লাগাতার সরব শুভেন্দু।
