North 24 Pargana: আচমকা শিশু সুরক্ষা কমিশনে সোদপুরের বিতর্কিত হোমের কর্ণধার, কিন্তু কেন? বাড়ছে জল্পনা

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Nov 10, 2023 | 7:10 PM

North 24 Pargana: এদিন দুপুর ২টো নাগাদ তিনি শিশু সুরক্ষা কমিশনের অফিসে আসেন। ট্রেনে করে এসে বিধাননগর স্টেশনে নামেন। তারপর সেখান থেকে পায়ে হেঁটে কমিশনে চলে যান। হঠাৎ করে কেন তিনি কমিশনে এলেন সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও উত্তর দিতে চাননি।

North 24 Pargana: আচমকা শিশু সুরক্ষা কমিশনে সোদপুরের বিতর্কিত হোমের কর্ণধার, কিন্তু কেন? বাড়ছে জল্পনা
শর্মিলা দেবী দাসী
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: আশ্রমের আড়ালে চলছে ‘অনুমতিহীন’ হোম। ভিনরাজ্যের আদিবাসী শিশু, কিশোরীদের এনে রাখা হচ্ছে আশ্রমে। এক বছর আগে, এই হোমেই এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। ২০২১ সালে অসমের এক নাবালিকাও উত্তর ২৪ পরগনার ঘোলা মুড়াগাছা পেয়ারা বাগানের এই আশ্রম থেকে নিখোঁজ হয়ে যায়। আরও একগুচ্ছ অভিযোগে রয়েছে হোমের বিরুদ্ধে। প্রশ্নের মুখে হোমের কর্ণধার শর্মিলা দেবী দাসী। প্রশ্নের মুখে তাঁর ভাইয়ের ভূমিকাও। ঘটনায় ইতিমধ্যে অভিযোগ জমা পড়েছে রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরে। মেয়েদের ওই হোমে তাঁর অবাধ যাতায়াত নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন শিশু সুরক্ষা দফতরের চেয়ার পার্সন সুদেষ্ণা রায়। এদিনই হোমের কর্ণধার শর্মিলা দেবী দাসীকে আসতে দেখা গেল শিশু সুরক্ষা কমিশনের অফিসে।

সূত্রের খবর, এদিন দুপুর ২টো নাগাদ তিনি শিশু সুরক্ষা কমিশনের অফিসে আসেন। ট্রেনে করে এসে বিধাননগর স্টেশনে নামেন। তারপর সেখান থেকে পায়ে হেঁটে কমিশনে চলে যান। হঠাৎ করে কেন তিনি কমিশনে এলেন সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও উত্তর দিতে চাননি। সূত্রের খবর, প্রায় ঘণ্টা দুয়েকের বেশি সময় শিশু সুরক্ষা দফতরে ছিলেন শর্মিলা দেবী দাসী। তারপর বেরিয়ে যান। 

তবে বেরোনোর সময় আবার তাঁর সঙ্গে ছিল একটা গাড়ি। যার নম্বর WB06D9720। তখনও সংবাদমাধ্যমের কর্মীরা তাঁকে একাধিক প্রশ্ন করলে তিনি কোনও উত্তর দিতে চাননি। এ বিষয়ে কমিশনের চেয়ারপার্সনকে ফোন করা হলে তিনি জানান, হোমের কাগজপত্র তাঁরা দেখতে চেয়েছিলেন। তাই শর্মিলা দেবী দাসী এসেছিলেন। প্রশ্ন এখানেও। গত রবিবার ৫ নভেম্বর টিভি নাইনের কাছ থেকে খবর পেয়ে কমিশনের অ্যাডভাইসার অনন্যা চক্রবর্তী নিজে ওই হোমে গিয়েছিলেন। সঙ্গে জেলার শিশু কল্যাণ সমিতির সদস্য এবং ডিসিপিও সঙ্গে ছিলেন। তাহলে সেই সময় কেন কাগজপত্র দেখা হল না?

Next Article