কলকাতা: বিতর্ক এখন ইতিহাস। রাজ্য বিজেপির যুব মোর্চার সাংস্কৃতিক সেলের ইনচার্জের দায়িত্ব পেলেন পামেলা গোস্বামী। বুধবারই রাজ্য বিজেপির যুব মোর্চার রাজ্য় সভাপতি ইন্দ্রনীল খাঁ নয়া পদাধিকারীর নাম প্রকাশিত করেন। ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন বিজেপির যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী। তাঁকে গ্রেফতার করে নিউ আলিপুর থানার পুলিশ। তাঁর গ্রেফতারি ও মুক্তি নিয়ে চলে বিস্তর জলঘোলা। যুব মোর্চার রাজ্য সভাপতি চিকিৎসক ইন্দ্রনীল খাঁ জানালেন, “কলকাতা পুলিশ চার্জশিটে পামেলার নাম রাখেনি। বেকসুর খালাস হয়ে গিয়েছে। তাই আবার পামেলাকে দায়িত্ব দেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, কিছু দিন আগেই দুটি বিশেষ পুরস্কার পেয়েছিলেন। তারপর ‘মোদীজি’ ধন্যবাদ জ্ঞাপন করে টুইট করেন পামেলা গোস্বামী। তারপরই তাঁর পদপ্রাপ্তি। তবে কোকেনকাণ্ডে বিতর্কিত পামেলা গোস্বামীকেই সংস্কৃতি সেলের দায়িত্ব দেওয়ায় বিতর্ক ছড়িয়েছে।
এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতী সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, “ঠিক আছে নতুন নতুন লোক আনা হচ্ছে। এক্সপেরিমেন্ট করা হচ্ছে। যারা সাংস্কৃতিক জগতের মানুষ, তাদের সাংস্কৃতিক দায়িত্ব দেওয়া উচিত।”
প্রসঙ্গত, ২০২১ সালে ১৭ ফেব্রুয়ারি নিউ আলিপুরে পামেলা গোস্বামীর গাড়ি থেকে উদ্ধার হয় মাদক। তারপর তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর জেল থেকে পামেলা বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে সোচ্চার হন। এরপর নানা জলঘোলার পর গ্রেফতার করা হয় রাকেশ সিংকেও। লালবাজার চার্জশিটে পামেলাকে ক্লিনচিট দেয়। পামেলা ও রাকেশ বর্তমানে জামিনে মুক্ত। এবারের পুরভোটেও দলীয় প্রার্থীর হয়ে প্রচার করেছেন পামেলা।